১০ জন নেতাকর্মীর ছাত্রদলে যোগদান © টিডিসি ফটো
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ জন নেতাকর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা সংগঠক মোজাম্মেল হক সাগরের নেতৃত্বে তারা ছাত্রদলে যোগদান করেন।
রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ডাকবাংলো সংলগ্ন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান অনুষ্ঠিত হয়।
এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহামেদ ও সদস্য সচিব হারুন অর রশিদ নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে তারা ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মাজেদ বাবু তাদের ছাত্রদলে যোগদানে সাধুবাদ জানিয়ে দেশ ও দলের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
ছাত্রদলে যোগদানকারী নেতাকর্মীরা হলেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা সংগঠক মোজাম্মেল হক সাগর, সক্রিয় কর্মী আব্দুল কাদির মন্ডল, নাঈম ইসলাম, নুর মোহাম্মদ, সাইম আহমেদ, আব্দুল কাইয়ুম মন্ডল, রিয়াজুল ইসলাম, তরিকুল ইসলাম, সোহাগ মিয়া ও হৃদয় মিয়া।
যোগদান অনুষ্ঠানে মোজাম্মেল হক সাগর বলেন, ‘আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির সংগঠক করা হয়। আমি আমার অনুসারীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলে যোগ দিলাম।’
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ বলেন, ‘ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে অনেকেই ছাত্রদলে যোগ দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় তারা শহীদ জিয়ার আদর্শের দল ছাত্রদলে যোগ দিয়েছেন। এটা ইতিবাচক রাজনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।’