রাকিবুল ইসলাম রাকিব © ভিডিও থেকে নেওয়া
ইনকিলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে কেউ না কেউ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ শনিবার (৩ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা ওসমান হাদি। হাদির হত্যাকারীদের গ্রেপ্তার দাবি ও বিচার চাচ্ছি। বারবার এই কথা বলে আসছে জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা সন্দেহ প্রকাশ করছি, ইনকিলাব মঞ্চের ব্যানারকে ব্যবহার করে কেউ না কেউ ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আমরা স্থিতিশীল একটা বাংলাদেশ চাই। আমরা বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। তিনি একটি স্থিতিশীল বাংলাদেশ গড়তে তার পুরোটা সময় ব্যয় করেছেন।
কিন্তু এখনো যদি আমরা ষড়যন্ত্র করি, কিংবা যারা ষড়যন্ত্র করে। যারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে দেখতে চায় বা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। উস্কানি দেওয়ার জন্য তাদেরকে যদি এখানে আশ্রয় দেওয়া হয়, এটা দুঃখজনক। আমরা ছাত্রদলের পক্ষ থেকে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করব। বাংলাদেশপন্থী সবাইকে আহ্বান জানাব, চলুন খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ-শিক্ষাপ্রতিষ্ঠান যেন স্থিতিশীল থাকে, কেউ যেন মব না করতে পারে, সে ব্যাপারে আমরা এক ও ঐক্যবদ্ধ থাকি।