হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ PM
ঢামেক হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা

ঢামেক হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা। ঘটনার পরপরই ঢামেক হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ শুরু হয়। মিছিলটি শহীদ মিনার, রাসেল টাওয়ার, জগন্নাথ হলের পার্শ্ববর্তী সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় ঢামেক প্রাঙ্গণে যেয়ে শেষ করে।

মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক দিনের মাথায় ওসমান হাদীর হামলার ঘটনা নির্বাচন বাতিলের ষড়যন্ত্র। হাদি জুলাইয়ের একজন সক্রিয় কর্মী। তার ওপর হামলার ঘটনা ইন্টেরিমের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা ইন্টেরিমকে আহ্বান করব অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসুন। দেশকে একটা গোষ্ঠী অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। আপনারা তাদের প্রতিহত করুন।’

এক প্রশ্নের জবাবে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, ‘ঢামেক চত্বরে একটা নির্দিষ্ট গোষ্ঠী মব করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে উত্তেজনামূলক স্লোগান দিয়েছে। তারা এ ঘটনাকে নিয়েও রাজনীতি করতে চায়।’

৫০ আসনের ৪২টিতেই মুসলিম শিক্ষার্থীদের ভর্তির সুযোগ, ভারতে ম…
  • ০৮ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি আবুল খায়ের গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞত…
  • ০৮ জানুয়ারি ২০২৬
বিএনপির স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কোপালেন মনোনয়ন পাওয়া দ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
কক্সবাজারে আওয়ামী লীগ নেতা আটক
  • ০৮ জানুয়ারি ২০২৬
ঢাবিতে মুজিব-ফজিলাতুন্নেছাসহ ৫ হল-আবাসিক ভবনের নাম বদলানোর …
  • ০৮ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত ভর্তি প্রক্রিয়া নিশ্চিতে প্রেসি…
  • ০৮ জানুয়ারি ২০২৬