ভূমিকম্পে নিহত-আহতদের পরিবারের পাশে নেতাকর্মীদের থাকার নির্দেশ ছাত্রদলের

ছাত্রদলের লোগো
ছাত্রদলের লোগো  © সংগৃহীত ও সম্পাদিত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে হতাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সাথে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে সংগঠনটি। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সংবাদ মাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী, পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে ৫ তলা ভবনের রেলিং ধ্বসে সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফিসহ সারাদেশে ৫ জন নিহত হয়েছে এবং আহত অনেককে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা  হয়েছে।’

এতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সারাদেশে ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনাসহ আহতদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান জানিয়েছেন। একইসাথে তারা সংকটকালে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার, যাদের রক্ত প্রয়োজন তাদের জন্য রক্তদান ও চিকিৎসাসেবায় সার্বিক সহযোগিতার নির্দেশনা প্রদান করেছেন।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!