ডাকসু নির্বাচন

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেস্টুন ভাঙা ও ছবি বিকৃতির ঘটনায় শিবিরের বিবৃতি

২৬ আগস্ট ২০২৫, ১১:২৬ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৫:৩৬ PM
শিবির লোগো

শিবির লোগো © টিডিসি ছবি

ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের ফেস্টুন ফেলে দেওয়া ও ছবি বিকৃতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২৬ আগস্ট) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে একটি মহল নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ফেস্টুন ফেলে দেওয়া এবং নারী প্রার্থীসহ বেশ কয়েকজন প্রার্থীর ছবিকে বিকৃত করা হয়েছে। অভ্যুত্থান-পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গনে এমন স্বৈরাচারী আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

ছবি বিকৃতির তীব্র নিন্দা জানিয়ে তারা আরও বলেন, ‘একজন হিজাব পরিহিত নারী শিক্ষার্থীর ছবি বিকৃত করে এই কুচক্রী মহল ব্যক্তি ও ধর্মীয় স্বাধীনতার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। নিঃসন্দেহে এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি নারীবিদ্বেষের ঘৃণ্য ছাপ স্পষ্ট হয়েছে। আমরা আরও উদ্বেগের সাথে লক্ষ করছি, একটি গোষ্ঠীর কতিপয় মিডিয়া পরিকল্পিতভাবে এই ন্যক্কারজনক ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করে সাধারণ শিক্ষার্থীদের জড়ানোর চেষ্টা করছে, যা স্পষ্টত ষড়যন্ত্রের অংশ।”

নেতৃবৃন্দ বলেন, ‘অতীতেও এই কুচক্রী মহল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বাধীন ও শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ ধ্বংস করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠাকারীদের সহযোগিতা করে এসেছে। খুনি হাসিনা পলায়ন ও ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিদায় তারা মেনে নিতে পারেনি, তাই গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্গঠন প্রক্রিয়ার প্রথম ধাপ ডাকসু নির্বাচনকে ব্যাহত করতে তৎপর হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি, বৈষম্যহীন সমাজের স্বপ্ন লালনকারী ঢাবি শিক্ষার্থীরা অতীতের মতো ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র ও অপশক্তির মোকাবিলা করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবে এবং যোগ্যতম প্রার্থীকে নিজেদের প্রতিনিধি হিসেবে বাছাই করে এর উপযুক্ত জবাব দেবে, ইনশাআল্লাহ।’

শেষে তারা বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিসিটিভি ফুটেজ যাচাই করে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, নিরাপদ ক্যাম্পাস ও লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার স্বার্থে প্রশাসনকে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও নিরপেক্ষ অবস্থানে থাকার আহ্বান জানাচ্ছি।’

সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাফুফেকে বিশ্বকাপের ৩৩০ টিকিট দিল ফিফা, কিনবেন যেভাবে
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হলেন ঢাবি শিক্ষার্থী রাসেল
  • ১৮ জানুয়ারি ২০২৬
মাহফুজ আলমের ভাইকে রামগঞ্জে এনসিপির প্রার্থী করায় জামায়াত ক…
  • ১৮ জানুয়ারি ২০২৬
যশোরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী অপহরণ, আটক ৩
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9