ঢাবি ছাত্রীদের সঙ্গে উপাচার্যকে জড়িয়ে জবি ছাত্রদল সদস্য সচিবের কুরুচিপূর্ণ মন্তব্য, সমালোচনার ঝড়

১০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
ছাত্রীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন

ছাত্রীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন © টিডিসি সম্পাদিত

ছাত্রীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন। এরপরই তার ওপর ‘দোষ চাপানোর অপচেষ্টা’ হতে পারে বলে অভিযোগ তুলেছেন তিনি। শনিবার (৯ আগস্ট) রাতে ঢাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্রী সংস্থার প্রতিনিধি ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ছবি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্ট করে বিতর্কিত মন্তব্যের পর সমালোচনার মুখে পড়ে এমন অভিযোগ করেছেন।

শামসুল আরেফিনের ফেসবুক পোস্টে দেখা যায়, তিনি ছাত্রী সংস্থার ফুলে শুভেচ্ছা বিনিময়ের ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘সেরের জন্য কয়টা তালি’। সেই পোস্টে জিএমএস আহমেদ রেজা নামে একটি আইডি থেকে কমেন্ট করা হয়, ‘ভাই, ছবিতে সমস্যাটা কোথায়? রাজনীতি করবেন, এতটুকু সেন্স রাখবেন না, কোথায় সমালোচনা বা ট্রল করতে হয়, আর কোথায় না?’

এ কমেন্টের রিপ্লাইতে শামসুল আরেফিন লিখেন, ‘এই সে...টাই তো সেরের এবং সেরের ছাত্রের কাছে শিখতে চাই। সরি সেন্স।’ ছাত্রদল নেতার এমন মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে নিজের অবস্থান পরিষ্কার করে তার পোস্টটিকে এডিট করেন এবং নিজের অভিযোগের কথা জানান। 

এডিট করা পোস্টে শামসুল আরেফিন লিখেন, ‘একদিকে রাজনীতি প্রোমোট করেন, অন্যদিকে নিষিদ্ধ। নোটটুকু এডিট করে দিলাম, নারী ও হিজাবের ওপর চাপানোর অপচেষ্টা হতে পারে। এডিট হিস্ট্রিতে ডিটেইলস দেখে নিতে পারবেন। নারী ও তাঁর ধর্মী স্বাধীনতায় আমার আজন্ম শ্রদ্ধা।’

শামসুল আরেফিনের পোস্টের সমালোচনা করে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা ফেসবুক পোস্টে লেখেন, ‘তথাকথিত প্রগতিশীল নারীবাদীরা এখন কই গেছে? এসব নিয়ে তো তাদের কোন আওয়াজ দেখছি না। নাকি দাড়িওয়ালা পুরুষ আর হিজাব পরিহিত নারীকে নিয়ে যাচ্ছে তাই বলা বৈধ? এ কমেন্টের মাধ্যমে পুরো নারী জাতিকে অপমান করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান লেখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন ইদানীং একটু বেশি বুদ্ধিজীবী হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। এটা করতে গিয়ে কখনো তিনি জোকার হয়ে যাচ্ছেন, কখনোবা অসভ্যতাও করছেন। কোনটা রাজনীতি আর কোনটা অভদ্রতা, এই তফাৎটা তিনি বুঝছেন না। নেহাৎ রাজনৈতিক উদ্দেশ্যের জন্য কোন জায়গায় মকারি করা উচিত, কোন জায়গায় করা উচিত না- এই সেন্সটুকুও দিন দিন ওনার লোপ পাচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘ভিসির সাথে ছাত্রশিবির এমনকি ছাত্রদলও এমন সৌজন্য সাক্ষাৎ করেছে। সেসব ছবি ব্যবহার না করে এই ছবিটাই ব্যবহার করল? নারীকে হীন দেখানোর এই পুরুষতান্ত্রিক মানসিকতা অবশ্য উমামা-মেঘমল্লার কিংবা তথাকথিত নারীবাদীরা দেখবে না। কারণ এখানে হিজাবীরা ছিল।’

আরও পড়ুন: জাবি ছাত্রদলের হল কমিটিতে হয়েছেন সভাপতি-সম্পাদক, জানেন না দুই ছাত্রী

এ বিষয়ে শাখা ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘নারী শিক্ষার্থীদের হিজাব নিয়ে এমন কটূক্তিমূলক কথা বলা জাহেলিয়াতের চরমতম বহিঃপ্রকাশ। পর্দা করা মুসলিম নারী শিক্ষার্থীদের নিয়ে কোনো মুসলিম পরিবারের মানুষ এমন মন্তব্য করতে পারেন না। নৈতিকতা বিবর্জিত মানুষের মতো আচরণ একজন গুরুত্বপূর্ণ ছাত্রনেতার মুখে বেমানান। বামদের আদর্শে উজ্জীবিত হয়ে যারা নিজেকে নব্য ইসলাম বিদ্বেষী প্রমাণ করতে চায়, তাদের জানা উচিত এদেশে ইসলামের শিকড় অনেক গভীরে।’

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বিলাল হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, ‘বাংলাদেশের অধিকাংশ মুসলিম নারী বোরখা, হিজাব বা নিকাব পরিধান করেন। বোরখা পরা ছাত্রীদের বিষয়ে কটু মন্তব্য করা বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করায় কোনো মাহাত্ম্য নেই; বরং এতে কেবল ব্যক্তির নিজস্ব হীনমন্যতাই ফুটে ওঠে।’

সমালোচনার জবাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘এটি হিজাবের বিরুদ্ধে কটুক্তি নয়। সেটি অন্যভাবে চালিয়ে দিয়ে নারী আর বোরখার ওপর নেয়ার চেষ্টা এক ধরনের দুষ্টুমি। আমরা এসব দুষ্টু রাজনীতি ছাড়ার আহবান জানাই। আমি আমার পোস্টে ছাত্র-শিক্ষকের কথা স্পষ্ট উল্লেখ করেছি।’

বিএনপির সাবেক মন্ত্রীর বিপরীতে লড়ছেন এনসিপির তুষার
  • ১৭ জানুয়ারি ২০২৬
আরও অপেক্ষা করবে ১০ দলীয় জোট
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন মুফিতী আলী হাসান উসামা
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞত…
  • ১৭ জানুয়ারি ২০২৬
কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি পরিচালক নাজমুল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘ইসলামপন্থিদের ভোট এক বাক্সে’ আনার রাজনীতি কি থমকে গেল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9