উমামাকে প্রশ্ন
ছাত্রদলের কমিটির পর বিরোধিতা হলো, ছাত্র ইউনিয়নের হল কমিটির দিন হয়নি কেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র ইউনিয়নের কমিটি দেওয়ার দিন উমামা ফাতেমা বিরোধিতা করেনি বলে অভিযোগ এনেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ। শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
ফরহাদ বলেন, গতকালের (৮ আগস্ট) ছাত্রদলের হল কমিটি দেওয়ার পর থেকে বিরোধিতা হচ্ছে। সবচেয়ে ভালো হত, এই প্রতিবাদ-বিরোধিতা তখন আসলে, যেদিন ছাত্র ইউনিয়ন জগন্নাথ হল কমিটি দিয়েছিল। কারণ, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কমিটি দেওয়ার চর্চা ছাত্র ইউনিয়নই প্রথম শুরু করেছে। উমামা ফাতেমা একবার বিরোধিতা করবেন, আরেকবার করবেন না- এটা কনফিউজিং।
এর আগে গতকাল এক স্ট্যাটাসে উমামা ফাতেমা জানান, বছর না ঘুরতেই গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে। যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি। ১৮ হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার প্রেক্ষিতে উমামা ফাতেমা সতর্ক করে বলেন, ‘রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।’
মূলত এসব বিষয় টেনেই ফরহাদ বলেন, ‘শিবির দীর্ঘদিন ধরে বলে আসছে, হলে রাজনীতি না হোক। আমরা চাই, হলের বাইরে শিক্ষার্থীরা স্বেচ্ছায় রাজনীতি করুক। অথচ বাম সংগঠনগুলো হলে কমিটি গঠন করলেও কেউ প্রশ্ন তোলে না, এখন কেন?’ তিনি দাবি করেন, শিবির হল এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি চালায় না। হলে আমাদের কোনো দলীয় কর্মসূচি নেই। আমরা শিক্ষার্থীদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করি।
ফরহাদ আরও বলেন, কেউ বাইরে থেকে উদ্দেশ্যপ্রণোদিত বা মনগড়া প্রস্তাবনা দিয়ে শিবিরকে দিক নির্ধারণ করতে পারে না। শিবির চলে নিজস্ব দলীয় নীতির ভিত্তিতে।