রাকসু নির্বাচনে সম্ভাব্য প্যানেল, ভোটের লড়াইয়ে এগিয়ে যারা

০১ আগস্ট ২০২৫, ০৮:৩২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবন © সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। ফলে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে আছেন শিক্ষার্থীরা। নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো। অনেকের ধারণা, এবারের রাকসু নির্বাচন হতে পারে বিগত কয়েকটি নির্বাচনের মধ্যে সবচেয়ে আলোচিত।

আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত করেননি রাজনৈতিক সংগঠনগুলো। তবে রাকসু নির্বাচনে ভিপি-জিএসসহ গুরুত্বপূর্ণ পদে ভোটের লড়াইয়ে এগিয়ে আছেন অনেকেই।

এদিকে বিশ্ববিদ্যালয়ের হাতেগোনা দু-একটি সংগঠন সম্ভাব্য প্যানেল ঠিক করতে পারলেও অধিকাংশ সংগঠন এখনো প্যানেল চূড়ান্ত করতে পারেনি। এ ছাড়া এবারের রাকসু নির্বাচনে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর পাশাপাশি জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারেও প্যানেল হতে পারে বলে অনুসন্ধানে জানা গেছে। এ ছাড়া থাকবে নতুন নতুন চমক।

প্রতিনিধি নির্বাচনে কারা লড়ছেন, সেই প্রশ্নে এখন শিক্ষার্থীরা মুখিয়ে আছে। তবে ক্যাম্পাসে আলোচনার শীর্ষে আছেন কয়েকজন হেভিওয়েট নেতার নাম। মূলত বিগত দিনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার, প্রভাবশালী ও জনপ্রিয় ছাত্র নেতারাই আসন্ন রাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে এগিয়ে আছেন বলে বেশ গুঞ্জন রয়েছে।

ইসলামী ছাত্রশিবির
রাকসু নির্বাচনে ভিপি পদে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছেন রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। জিএস পদে শাখা সেক্রেটারি মুজাহিদ ফয়সাল এবং জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক ও রাবি শাখা শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. নওসাজ্জামান।

রাকসু নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণায় সবচেয়ে বেশি সরব রয়েছে সংগঠনটি। কেন্দ্র ও হল পর্যায়ে একটি পূর্ণাঙ্গ প্যানেল সাজাচ্ছে তারা। ৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে শিবিরের চূড়ান্ত প্যানেল ঘোষণা দেওয়ার কথা রয়েছে জানিয়েছেন সংগঠনটির কয়েকজন নেতা।

আরও পড়ুন: শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধাদের ২ গ্রুপের সংঘর্ষ

এ বিষয়ে জানতে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘রাকসুর তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাই। শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র সংগঠন রাকসু। রাকসু নির্বাচনের মাধ্যমে জাতীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে ওঠে। রাকসু নিয়ে আমাদেরও বেশ পরিকল্পনা আছে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর অংশগ্রহণের ফলে একটি সুন্দর নির্বাচন হবে আমরা আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় প্যানেলের ব্যাপারে আমরা কাজ করছি। দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের প্যানেল প্রকাশ করব। এবারের রাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যমূলক নির্বাচনের হবে বলে প্রত্যাশা করি।’

জাতীয়তাবাদী ছাত্রদল রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার এক দিন পর রাবি শাখা ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনটির বেশ কয়েকজন ছাত্রনেতা ভোটে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন। জোর গুঞ্জন রয়েছে তাদের নিয়ে। এর মধ্যে রয়েছেন রাবি শাখা সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সরদার জহুরুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জাহিন বিশ্বাস এষা, মাহমুদুল হাসান মিঠু ও নাফিউল জীবন।

নির্বাচন ঘিরে জোরালো প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে সংগঠনটির নেতাকর্মীদের। তবে নিয়মতি ছাত্র না হওয়ায় রাকসু নির্বাচনে অংশ নেওয়া কাল হয়ে দাঁড়াতে পারে দলটির অসংখ্য নেতাকর্মীর জন্য। এদিকে ছাত্রদলের চূড়ান্ত প্যানেলে কারা কারা থাকবেন, সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের ওপর তাকিয়ে আছেন দলটির নেতাকর্মীরা।

আরও পড়ুন: ঢাবির দুই ছাত্রীর ছবি দিয়ে ইন্ডিয়া টুডের অপপ্রচার, অভিযোগ—অনুমতি ছাড়া ছবি তুলেছেন ভারতীয় সাংবাদিক

দলটির সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘রাকসু নির্বাচন আমরা চাই। তবে বহু আগে থেকেই বলেছি, এই নির্বাচন কমিশন ছাত্রদলবিদ্বেষী আর প্রশাসন জামায়াতপন্থি নেতাদের অনুগত। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম আস্থাও সৃষ্টি করতে পারেনি এবং এটি নিয়েই আমাদের মধ্যে সংশয়।’

সাংবাদিক সংগঠন
স্বতন্ত্র প্যানেল রাকসুর ভোটযুদ্ধে নামতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বর্তমান সভাপতি মনির হোসেন মাহিন—আছে এমন আলোচনাও। এ ছাড়া সাধারণ শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকদের সংমিশ্রণেও হতে পারে একটি পূর্ণাঙ্গ প্যানেল।

জানতে চাইলে মনির হোসেন মাহিন বলেন, ‘রাকসুতে দাঁড়ানোর সম্ভাবনা আছে। তবে আমরা মূলত একটি স্বতন্ত্র প্যানেল দিতে চাই, যেটি হবে একদম অরাজনৈতিক। সেই প্যানেলের মূল উদ্দেশ্যই থাকবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। কোনো ব্যক্তি বা দলের উদ্দেশ্য হাসিলের পথকে রুদ্ধ করে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করার এটি মোক্ষম সময়। এখনি সময় বিশ্ববিদ্যালয়ের যে পূর্ণ স্বায়ত্তশাসন ছিল, সেটি ফিরিয়ে আনার। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে স্বকীয় রূপ সেখানে ফিরে যাওয়া।’

সাবেক সমন্বয়ক
রাকসু নির্বাচনে গ্রহণ যোগ্যতার দিক থেকে এগিয়ে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া সাবেক সমন্বয়করা। তাদের মধ্য থেকে ভিপি পদে আলোচনায় আছেন মেহেদী সজীব, সাব্বির আহম্মেদ, আকিব বিন তালেব। জিএস পদে এগিয়ে আছেন ফাহিম রেজা, সালাউদ্দিন আম্মার, সানজিদা ঢালি, শহীদ ইমরান। ইতোমধ্যে তাদের মধ্যে অনেকেই শিক্ষার্থীদের কাছে গণসংযোগ করেছেন, তবে এখনো প্যানেল নিয়ে সুস্পষ্ট ইঙ্গিত দেননি তারা।

আরও পড়ুন: শিক্ষাকে আনন্দময় করতে মাল্টিসেন্সরি লার্নিংয়ের গুরুত্ব

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ভিপি পদপ্রার্থী মেহেদী সজীব বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হতে যাচ্ছে। রাকসুকে কেন্দ্র করে ইতোমধ্যে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। রাবি শিক্ষার্থীদের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম ‘রাকসু’ নিয়ে ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবেও আমাদের চিন্তাভাবনা আছে। শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রচর্চার এ সুবর্ণ সুযোগকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে চাই। দল-মতের ঊর্ধ্বে উঠে যারা রাবির অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তাদের সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম দাঁড় করানোর বিষয়ে আমাদের আলোচনা চলমান। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাকসু নির্বাচন হোক, যা জাতীয় নেতৃত্ব তৈরিতে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতির লক্ষ্যে কাজ করবে।’

ছাত্র অধিকার পরিষদ
রাকসুর ভিপি ও জিএস পদে রাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ ও সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভর নাম শোনা যাচ্ছে। রাকসু নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণায় অংশ নিতেও দেখা যায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে গড়ে ওঠা সংগঠনটির নেতাকর্মীদের। 

আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ডক্টরেট ডিগ্ৰি স্থগিত করল ঢাবি

নির্বাচন বিষয়ে দলটির সভাপতি মেহেদী মারুফ বলেন, ‘দীর্ঘ প্রতিক্ষার পর প্রায় সাড়ে দিন দশক পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি অত্যন্ত আনন্দের ও গৌরবের। আমরা বিগত ফ্যাসিস্ট আমলে সব সময় শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে গেছি, ভবিষ্যতেও যাব ইনশাআল্লাহ। আমরা এ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে কাজ শুরু করেছি। আমাদের প্যানেলে নারী, সনাতন ধর্মাবলম্বী, আদিবাসী সম্প্রদায় সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটা ডাইনামিক প্যানেল ঘোষণা করতে পারব আশা করছি।’

বামপন্থি ছাত্রসংগঠন
বামপন্থি ছাত্রসংগঠনগুলো থেকেও উঠে আসছে সম্ভাব্য প্রার্থীদের নাম। এর মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি শাখার সভাপতি রাকিব হোসেন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ফুয়াদ রাতুলের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ক্যাম্পাসে বেশ আলোচনায় আছেন। বামপন্থি সংগঠন থেকেও পূর্ণাঙ্গ প্যানেল সাজাতে পারেন নেতাকর্মীরা। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চান না তারা।

সাধারণ শিক্ষার্থীদের প্যানেল
রাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের একটি প্যানেল থাকতে পারে বলে ক্যাম্পাসে বেশ গুঞ্জন রয়েছে। এখনো সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে গোপনে গোপনে এ বিষয়ে কাজ চলছে বলে অনুসন্ধানে জানা গেছে। পূর্ণাঙ্গ প্যানেল তৈরি করেই তারা আত্মপ্রকাশ করবেন বলে জানা গেছে। এদিকে সাধারণ শিক্ষার্থীদের প্যানেলে ঠাঁই পাবেন দলীয় পরিচয়ে পরিচিত কোনো শিক্ষার্থী—এমনটাই শোনা যাচ্ছে। 

উল্লেখ্য, রাকসুর তফসিল অনুযায়ী, রাকসু নির্বাচনে খসড়া ভোটার তালিকা আগামী ৬ আগস্ট প্রকাশিত হবে, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৫টি ও হল সংসদে ১৫টি পদে ভোট হবে।

সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাফুফেকে বিশ্বকাপের ৩৩০ টিকিট দিল ফিফা, কিনবেন যেভাবে
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হলেন ঢাবি শিক্ষার্থী রাসেল
  • ১৮ জানুয়ারি ২০২৬
মাহফুজ আলমের ভাইকে রামগঞ্জে এনসিপির প্রার্থী করায় জামায়াত ক…
  • ১৮ জানুয়ারি ২০২৬
যশোরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী অপহরণ, আটক ৩
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9