জাবিতে ছাত্রদলের উদ্যোগে ৪ হাজার ২৪৫ শিক্ষার্থী ফ্রিতে পেলেন হেপাটাইটিস-বি টিকা 

২৫ জুলাই ২০২৫, ০৯:১৪ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
জাবি ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ফ্রি হেপাটাইটিস-বি ভ্যাক্সিনেশন কার্যক্রম

জাবি ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ফ্রি হেপাটাইটিস-বি ভ্যাক্সিনেশন কার্যক্রম © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ফ্রি হেপাটাইটিস-বি ভ্যাক্সিনেশন কার্যক্রমের সর্বশেষ তৃতীয় ধাপ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ কার্যক্রম শেষ হয়। এতে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী টিকা গ্রহণ করেছেন।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহযোগিতায় গত ১৪ মে ১০ হাজার শিক্ষার্থীকে ফ্রি হেপাটাইটিস-বি ভ্যাক্সিনেশনের কার্যক্রম শুরু করেন। এ কার্যক্রমের সর্বশেষ ধাপে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী টিকা গ্রহণ করেন। 

এছাড়া হেপাটাইটিস-বি ভাইরাসের রক্ত স্ক্রিনিং করেন ৪ হাজার ৭৩৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫৭ জন শিক্ষার্থীর হেপাটাইটিস-বি ভাইরাস পজিটিভ শনাক্ত হয়। যাদের ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে তাদের ব্যবস্থাপনা সংক্রান্ত  চিকিৎসাসেবা আগামীকাল শনিবার (২৬ জুলাই) থেকে শুরু হবে।

এ কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা জাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার অন্যতম স্বাস্থ্য সেবা। তারই ধারাবাহিকতায় কেন্দ্রের তত্ত্বাবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে ফ্রি হেপাটাইটিস বি টিকা দেওয়া উদ্যোগ নেওয়া হয়।’

আরও পড়ুন: চীনের বিমানবন্দরে ঢাবি অধ্যাপকের মৃত্যু, দেশে ফিরছিলেন কনফারেন্স শেষে

তিনি বলেন, ‘আমরা কর্মসূচির সর্বশেষ ধাপ সম্পন্ন করেছি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অনেক সাড়া পেয়েছি এবং সবাই  স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ  করেছে৷ ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী হেপাটাইটিস-বি ভ্যাকসিন গ্রহণ করেছে৷’ তিনি এ কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রশাসনসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাবি ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সহযোগিতার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্বাবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যবস্থাপনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য গত মে মাস থেকে শুরু হওয়া ফ্রি হেপাটাইটিস-বি ভ্যাকসিন প্রোগ্রাম শুরু হয়।’

তিনি বলেন, ‘তৃতীয় ডোজের কার্যক্রম শেষ হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব সময় চেষ্টা করেছে শিক্ষার্থীবান্ধব এবং তাদের কাজে আসে এমন কর্মসূচি প্রণয়নে। সামনে দিনগুলোয় ছাত্রদল শিক্ষার্থীদের পাশে থেকে তাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে কাজ করে যাবে।’

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল কবে, যা বললেন ডিন
  • ২১ জানুয়ারি ২০২৬
মামুনুল হকের নিরাপত্তা চাইলেন গণ‌অধিকারের প্রার্থী
  • ২১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারে আজ রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা
  • ২১ জানুয়ারি ২০২৬
গ্রিনল্যান্ড নিয়ে আর ‘পিছু হটার সুযোগ’ নেই: ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় যুবলীগ-খেলাফত আন্দোলনের ১২ নেতাকর্মী বিএনপিতে য…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9