শিবিরের সন্ত্রাসী কার্যক্রম দেখতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান: নাছির

২৩ জুলাই ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০১:২৪ PM
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, শিবিরের আসল প্রকাশ্যরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি শিবিরের রাজনীতিকে কখনোই অনুমতি দেয়নি৷ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাবির কিছু দুষ্কৃতিকারীদের সংঘবদ্ধ সহায়তায় তারা কার্যক্রম পরিচালনা করছে। গুপ্ত সংগঠনের রাজনীতি থেকে আমাদের সতর্ক থাকতে হবে৷ তাদের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে শাখা ছাত্রদল কর্তৃক জুলাই শহিদদের স্মরণে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। 

শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে তিনি আরও বলেন, যদি শিবির দেখতে চান, শিবিরের আচার-ব্যবহার ও সন্ত্রাসী কার্যক্রম দেখতে চান তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যান। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৫ বছরের বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর কী ধরনের নির্যাতন চালানো হয়েছে! আপনারা চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে শিবিরের আসল চরিত্র দেখতে পাবেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা টার্গেট করে ‘জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন ১০০ পারসেন্ট সেলিব্রেশন’ বলে ছাত্রদলের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করে। 

নাছির আরো বলেন, গত ৫ আগস্টের পরে ছাত্রশিবির আত্মপ্রকাশ করায় আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু দেখবেন, যে ক্যাম্পাসে তাদের অবস্থান রয়েছে সেখানে তারা আত্মপ্রকাশ করেছে। আর যেখানে সক্ষমতা দেখাতে পারে না সেখানে গুপ্ত অবস্থায় রাজনীতি করছে। কমিটি প্রকাশ করছে না। 

শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. জহির রায়হান আহমেদ। এছাড়াও রাবি ও রাজশাহী মহানগড়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন পে স্কেলের প্রতিবেদন পেশ, সুপারিশে যা যা আছে
  • ২১ জানুয়ারি ২০২৬
টিফিন ও প্রতিবন্ধী সন্তানদের ভাতা নিয়ে যে সুপারিশ কমিশনের
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি
  • ২১ জানুয়ারি ২০২৬
এক নজরে দেখুন ২০ গ্রেডের প্রস্তাবিত বেতন স্কেল
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কখন, জানালেন ডিজি
  • ২১ জানুয়ারি ২০২৬
ভোটেই হারল বাংলাদেশ, বিশ্বকাপে বিকল্প আলোচনায় যে দল
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9