শুভেচ্ছা উপহার দিয়ে ঢাবির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ছাত্রদল

শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন ছাত্রদল নেতা
শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন ছাত্রদল নেতা  © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হতে আসা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করে নিয়েছে ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন। রবিবার (২২ জুন) সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে নোটবুক, কলম, ফুল, বিশুদ্ধ পানি ও বিভিন্ন সেবামূলক উপকরণ বিতরণ করেন তিনি। উপহারসামগ্রীর মধ্যে থাকা নোটবুকে বিএনপির ৩১ দফাও তুলে ধরা হয়।

এই ব্যতিক্রমী আয়োজনের নেতৃত্ব দেন ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক ও আকিব জাবেদ রাফি, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সেকান্দার, গণসংযোগ বিষয়ক সম্পাদক মানিউল আলম পাঠান শান্ত, সদস্য ইমদাদুল হক, হাসিবুর রহমান সাকিব, আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক (মহসিন হল) মো. আবুজার গিফারী ইফাত, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক রায়হানা পারভীন, সহ-আইন সম্পাদক সাফওয়ান হাসান তামিম, শহীদুল্লাহ হলের মোসাদ্দেক আল হক শান্ত, কর্মী কাজী আবির, আব্দুল্লাহ অনন্ত, লুৎফুর কবির রানা, জসীমউদ্দিন হল শাখার ক্রীড়া সম্পাদক আব্দুল ওহেদ। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কর্মী মাসুম বিন বশির, নাঈম চৌধুরী, সাজ্জাদ হোসেন রবিন, সানিদ, আতিক শাহরিয়ার হামীম, রবিউল ইভান, আনোয়ারুল হোসেন, মুর্তূজা হাসান খান ফাহিম, শাকিল আহমেদ, রাকিবুল হাসানসহ আরও অনেকে।

নাছির উদ্দিন শাওন বলেন, ‘ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে ছাত্রলীগ ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করায় নবাগত শিক্ষার্থীরা সিনিয়রদের কাছে যেতে ভয় পেত। আমরা সেই ভয়ের পরিবেশ ভেঙে ফেলে শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে চাই। ভাই হিসেবে তাদের পাশে দাঁড়াতে চাই।’

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকেও আমরা জানতে চাই তারা কেমন ক্যাম্পাস চান। আমরা সবাই মিলে একটি সহানুভূতিপূর্ণ, গণতান্ত্রিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে চাই— ইনশাআল্লাহ।”

 


সর্বশেষ সংবাদ