দ্রুত চাকসু নির্বাচনের দাবিতে চবি ছাত্রদলের স্মারকলিপি 

২৯ এপ্রিল ২০২৫, ১০:০২ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৯ PM
স্মারকলিপি প্রদান

স্মারকলিপি প্রদান © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতারকে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়েছে, ১৯৯০ সালের পর দীর্ঘ তিন দশকেরও অধিক সময় চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। প্রশাসন এখনো চাকসু নির্বাচনের নীতিমালা চূড়ান্ত করতে পারেনি, ফলে নির্বাচন আয়োজন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ন্যায়সংগত সংশয় ও হতাশা সৃষ্টি হয়েছে। নেতৃত্বের বিকাশ ও শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ে তাদের নির্বাচিত প্রতিনিধি প্রয়োজন। 

এতে আরও বলা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে এমন কিছু ব্যক্তিবর্গ রয়েছেন, যারা অতীতে ফ্যাসিবাদী শক্তির সহযোগী ছিলেন। এ ধরনের ব্যক্তিরা চাকসু নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণে অন্তরায় হয়ে দাঁড়াতে পারেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে এসব অভিযুক্ত ব্যক্তিদের প্রভাবমুক্ত নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে হবে।

এ সময় তারা ৪ দফা দাবি উল্লেখ করেন। এগুলো হলো-

*অবিলম্বে চাকসু নির্বাচনের জন্য চূড়ান্ত নীতিমালা প্রণয়ন ও রোডম্যাপ প্রকাশ করা।

*চাকসু নির্বাচনের পূর্বে প্রশাসন কর্তৃক গৃহীত সকল বৈষম্যমূলক পদক্ষেপ সংশোধন করা।প্রশাসনিক সংস্কারপূর্বক বিতর্কিত পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দায়িত্বে না রাখা। সর্বোচ্চ নিরপেক্ষ ব্যক্তিদের হাতে দায়িত্ব অর্পণ করা।

*শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং বিশেষ গোষ্ঠীর প্রতি কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

*ক্যাম্পাসের শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং ভয়ের সংস্কৃতি দূর করে বিগত সময়ে ক্যাম্পাসে ঘটে যাওয়া সকল গুপ্ত হামলার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মোহসীন, সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম-সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ নেতৃবৃন্দ।

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন শেষ ১…
  • ২৪ জানুয়ারি ২০২৬
শীর্ষ ঋণগ্রস্ত প্রার্থিতায় ১০-এ ৯ বিএনপির, বাকি একজন সদ্য ব…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, যা বলছে পাকিস্তান
  • ২৪ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই শোরুমে চাকরি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৩০, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষা উপলক্ষে ৫ দাবিতে পুলিশ সুপারকে হাবিপ্রবি ছাত্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সব ধর্ম-বর্ণের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করব : জামায়া…
  • ২৪ জানুয়ারি ২০২৬