তারকা স্পিনারকে দলে ভিড়িয়ে বড় চমক রাজশাহী ওয়ারিয়র্সের
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে খেলতে দেখা যাবে নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানেকে। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে এবারের বিপিএলে অংশ নেবেন এই অভিজ্ঞ লেগি।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দীর্ঘদিন ধরে পরিচিত লামিচানে তার লেগ ব্রেক স্পিনের কারণে বিশ্বজুড়ে পরিচিত। আইপিএল বাদে বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগ সিপিএল, বিগ ব্যাশ, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ইতোমধ্যে খেলে ফেলেছেন লামিচানে।
নেপালের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই নিয়মিত খেলোয়াড় লামিচানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৮ ইনিংসে ১২৯ উইকেট শিকার করেছেন। তার বোলিং গড় মাত্র ১২ দশমিক ১৪ এবং ইকোনমি রেট ৬ দশমিক ০৩।
বিপিএলে এর আগেও খেলে গেছেন লামিচানে। ২০১৯ সালের আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন তিনি। ওই মৌসুমে ৬ ম্যাচে ৪ উইকেট নেন তিনি। এবার আবারও বিপিএলে খেলতে আসছেন এই লেগি।
রাজশাহী দলটিতে লামিচানের সঙ্গে খেলবেন মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, বিনুরা ফার্নান্দো, দুশান হেমন্থ ও জাহানদাদ খান। দেশি ক্রিকেটারদের মধ্যে তানজিদ হাসান তামিমের সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও আকবর আলী।
রাজশাহী ওয়ারিয়র্স
সরাসরি চুক্তি: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, বিনুরা ফার্নান্দো, জিমি নিশাম, সন্দীপ লামিচানে।
নিলাম থেকে: জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির হোসেন শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।