বন্ধুত্বের বিরল নিদর্শন, স্মৃতি মান্ধানার পাশে দাঁড়াতে বিবিএল খেলবেন না জেমাইমা

ভারতের বিশ্বকাপ জেতানোর পর দুই জেমাইমা ও মান্ধানা
ভারতের বিশ্বকাপ জেতানোর পর দুই জেমাইমা ও মান্ধানা  © সংগৃহীত

বিশ্বকাপ জয় শেষে অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ। এরপর সতীর্থ ও বন্ধু স্মৃতি মান্ধানার বিয়েতে যোগ দিতে প্রায় ১০ দিন আগে ভারতে ফেরেন। কিন্তু এর মাঝেই ঘটে যায় একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্মৃতির বিয়ে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়; তার পরিবারও গুরুতর সংকটে পড়ে। ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ঠিক এই সময় স্মৃতিকে একা না রেখে পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন জেমাইমা।

স্মৃতি মান্ধানার জীবনের অস্থির সময়ের মাঝে তার পাশে দাঁড়াতে নারী বিগ ব্যাশ লিগ (বিবিএল) থেকে নিজেকে সরিয়ে নিলেন ব্রিসবেন হিটের ভারতীয় ব্যাটার জেমাইমা রদ্রিগেজ। দেশেই থাকবেন বলে জানিয়েছেন তিনি; ফলে টুর্নামেন্টের বাকি অংশ আর খেলতে পারবেন না।

হোবার্ট হারিকেনসের বিপক্ষে ম্যাচ খেলার পরই দেশে ফিরেছিলেন তিনি। মানবিক কারণে তার অনুরোধ মঞ্জুর করেছে ব্রিসবেন হিট। দলের সিইও টেরি স্বেনসন বলেন, ‘জেমির জন্য এটি অত্যন্ত কঠিন সময়। তাকে বাকি আসরে পাওয়া যাবে না—এটা দুঃখজনক। তবে ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনায় আমরা তার দেশে থাকার অনুরোধ গ্রহণ করেছি। জেমি এবং স্মৃতির পরিবারের প্রতি আমাদের শুভকামনা।’

২৩ নভেম্বর সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতি মান্ধানার বিয়ের কথা ছিল। কিন্তু তার আগের দিনই স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ফলে বিয়ে পিছিয়ে দেওয়া হয়। পরে পলাশও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এদিকে পলাশের সঙ্গে কোরিওগ্রাফার মেরি ডি’কোস্টার সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়। যদিও মেরি দাবি করেছেন—চ্যাট ফাঁস হওয়া মহিলাটি তিনি নন।

সব মিলিয়ে বন্ধু স্মৃতির জীবনে নেমে আসা জটিল সময়েই পাশে দাঁড়াতে দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন জেমাইমা রদ্রিগেজ। এটাকে অনেকেই বন্ধুর বিরল নিদর্শন বলছেন। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা জেমাইমার প্রশংসা করছেন।


সর্বশেষ সংবাদ