‘ত্রিমুখী প্রেমে’ স্মৃতি মান্ধানার বিয়ে কি ভেঙেই গেল, কী আছে মেরি-পলাশের অন্তরঙ্গে চ্যাটে?

২৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ PM
স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল এবং মেরি-পলাশের স্ত্রিনশট

স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল এবং মেরি-পলাশের স্ত্রিনশট © সংগৃহীত

ভারতের নারী ক্রিকেট দলের সহ-অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার স্মৃতি মান্ধানা এখন এক গভীর সংকটে পড়েছেন। হঠাৎ তার জীবনে যেন নেমে এসেছে কালো মেঘের ঘনঘটা। বাগদান, গায়ে হলুদ, সংগীত অনুষ্ঠান—সবই মিলিয়ে স্মৃতি মান্ধানা ও বলিউডের সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। প্রায় পাঁচ বছর ধরে প্রেম করেছেন এই জুটি। মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতির বাড়িতে বড় আকারে বিয়ের আয়োজনও করা হয়। দুই তারকার বিয়ে, তাই সেখানে কোনো খামতি ছিল না। কিন্তু হঠাৎ করে যেন সব দৃশ্যপট পাল্টে গেছে।

রবিবার পলাশ ও স্মৃতির বিয়ে হওয়ার কথা ছিল, তবে এদিন সকালে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা হৃদ্‌রোগে আক্রান্ত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিয়ে স্থগিতের ঘোষণা দেন স্মৃতি। এর মাঝে পলাশও কয়েক ঘণ্টা হাসপাতালে ভর্তি ছিলেন, পরে বাসায় ফিরেছেন।

হঠাৎ ইনস্টাগ্রাম বাগ্‌দান, গায়েহলুদসহ বিয়েসংক্রান্ত সব পোস্ট মুছে ফেলেন স্মৃতি। গুঞ্জন ছড়িয়েছে, কোনো কারণে পলাশের সঙ্গে স্মৃতির সম্পর্কের অবনতি ঘটেছে। 

এর মধ্যে ঘটনা ভিন্ন দিকে মোড় নিয়েছে। মেরি ডি’কস্তা নামের এক নারীর সঙ্গে পলাশের অন্তরঙ্গ আলাপের স্ক্রিনশট ফাঁস হয়েছে, বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। গুঞ্জন উঠেছে, মেরির সঙ্গে আলাপের বিষয়টি জানার পর থেকে পলাশের সঙ্গে স্মৃতির সম্পর্কে অবনতি ঘটেছে।

পলাশ মুচ্ছলের বোন সংগীতশিল্পী পলক মুচ্ছল এক ইনস্টাগ্রাম পোস্টে সবাইকে গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করেছেন। প্রশ্ন উঠেছে, স্মৃতি ও পলাশের বিয়েটা কি শেষ পর্যন্ত হবে? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

স্ক্রিনশটে কী রয়েছে

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্ক্রিনশটগুলো পোস্ট করেছেন মেরি ডি’কস্তা। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করেছেন তিনি, তবে এর মধ্যেই সেসব স্ত্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মেরি ডি’কস্তা দাবি করেন, পলাশ তাঁকে একটি হোটেলে একসঙ্গে সাঁতার কাটার জন্য ডেকেছিলেন। তখন মেরি প্রশ্ন তোলেন, ‘তুমি তো একটা সম্পর্কে আছ?’ সেই শুনে পলাশ বলেন, ‘কে বলেছে, সম্পর্কে থাকলে একসঙ্গে সাঁতার কাটা যায় না?’

স্ক্রিনশটে দেখা গেছে, স্মৃতি মান্ধানার সঙ্গে ‘লং ডিসট্যান্স’ সম্পর্ক নিয়েও কথা বলেছেন পলাশ। ভিন্ন শহরে থাকার ফলে সম্পর্কে আগের মতো আর টান নেই, এমনও বলতে দেখা যায় পলাশকে।

মেরির সঙ্গে দেখা করার জন্য বেশ উদ্গ্রীব ছিলেন পলাশ। আশপাশের লোকজন চিনতে পারলে সমস্যা হতে পারে, এমন আশঙ্কার কথাও বলতে দেখা গেছে মেরিকে। তবে সেই বিষয়ে নিজেই আশ্বস্ত করেছিলেন পলাশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব স্ক্রিনশটের সত্যতা যাচাই করা হয়নি। বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি স্মৃতি বা পলাশ কেউই।


কে এই মেরি

মেরি ডি’কস্তা পেশায় একজন নৃত্যপরিচালক। স্মৃতি ও পলাশের বিয়ের সংগীত অনুষ্ঠানে নৃত্য পরিচালনার দায়িত্বেও নাকি তিনিই ছিলেন। বাগ্‌দানের চার দিন আগে এক নারীর সঙ্গে পলাশকে চুম্বন করতে দেখা গিয়েছিল। নাচের মহড়া দেওয়ার সময়েই নাকি চুম্বন করছিলেন তাঁরা। মেরি ডি’কস্তাই সেই নারী কি না, তা নিয়েও আলোচনা চলছে।

তথ্যসূত্র: আনন্দবাজার ডটকম ও এই সময়

রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ছয়
  • ১৬ জানুয়ারি ২০২৬
৩১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আত্মহনন কর্মসূ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
পরিচালক নাজমুল শোকজের জবাব না দিলে যা করবে বিসিবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নেবে বিজনেস এক্সপানশন অফিসার, পদ ১০, আবেদন শেষ ২৩ জ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রংপুরের অধিনায়কত্ব ছাড়লেন সোহান, নেতৃত্বে লিটন দাস
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9