শততম টেস্টে ‘বিশেষ’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

১৫ নভেম্বর ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

বাংলাদেশের হয়ে টেস্ট ফরম্যাটে মুশফিকুর রহিম এবার গড়তে চলেছেন আরেক ইতিহাস। প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টের শততম ম্যাচে পা রাখতে যাচ্ছেন তিনি। সিলেটে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে পরাজিত করা ম্যাচটি ছিল তার ৯৯তম টেস্ট। আর আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামলেই বিশেষ এই মাইলফলকে পৌঁছাবেন সাবেক এই অধিনায়ক।

ঐতিহাসিক এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বিসিবির পক্ষ থেকে বিশেষ আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সেদিন ‘হোম অব ক্রিকেট’-এর গ্যালারিতে উপস্থিত থাকবেন মুশফিকের পরিবারের সদস্যরা। পাশাপাশি তাকে একটি বিশেষ ক্রেস্ট ও সতীর্থদের স্বাক্ষরসংবলিত ব্যাট উপহার দেওয়া হবে। সেদিন পুরো শের-ই বাংলা যে মুশফিককে ঘিরে উদযাপনের আবহে ভেসে যাবে, তা বলাই বাহুল্য।

এদিকে ক্রিকেট মহলে অনেকের মধ্যে কৌতূহল, এই শততম টেস্ট খেলেই কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক? সমর্থকদের মধ্যেও একই প্রশ্ন জাগছে। তবে জানা গেছে, তিনি এখনই টেস্ট ক্রিকেট ছাড়ছেন না মুশি। আন্তর্জাতিক মঞ্চে আপাতত শুধু লাল বলের ফরম্যাটটি চালিয়ে যাওয়ার ইচ্ছা তার। সিলেট টেস্ট জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এ বিষয়ে বলেছেন, মুশফিক টেস্টে নিজেকে আরও কিছুদিন দেখতে চান।

এ নিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই অনেক বড় একটা অর্জন, খুবই রোমাঞ্চিত। আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম আমরা উদযাপন করতে চাই। খেলোয়াড়রা চায় ওই দিনটা বা ওই পুরো পাঁচ দিন আমরা উপভোগ করব। সম্মানের জায়গা তো আছেই। এরকম একটা অর্জন আমাদের বাংলাদেশে কখনও হয়নি। সুতরাং আমরা সবসময় আশা করি এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত এবং অধিনায়ক হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করব।’

আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নেন মুশফিক। সমালোচনার মুখে চলতি বছর ওয়ানডে ক্রিকেটও ছেড়েছেন। এ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমি আশা করব মুশফিক (ভাই) ১০০ টেস্ট খেলার পরও যেন উনি আরও চালিয়ে যান। কারণ, এরকম অভিজ্ঞ খেলোয়াড় আমাদের টেস্ট দলে প্রয়োজন। আমি আশা করব সেটাও যেন উনি চালিয়ে যায়।’

করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন: নিহত ২৮, নিখোঁজ ৮১
  • ২১ জানুয়ারি ২০২৬
২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
দুর্নীতির অভিযোগে যবিপ্রবির শিক্ষক ও প্রকৌশলী বরখাস্ত
  • ২১ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, এলাকাজুড়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
৪ লক্ষাধিক মানুষের জন্য ৪ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬
‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9