লটারিতে বালক বিদ্যালয়ে ভর্তির ‘সুযোগ’ পেল বালিকা!
- নাটোর প্রতিনিধি
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ AM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ AM
অনলাইনের লটারিতে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে মোছা. সুমাইয়া খাতুন নামে এক নারী শিক্ষার্থী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে বিদ্যালয়ের প্রধান ফটকে ঝুলিয়ে দেওয়া লটারির ফলাফলে দিবা শাখার ৪৪ নম্বর তালিকায় সুমাইয়ার নাম দেখে অভিভাবকসহ অনেকেই হতবাক হয়ে যান। সুমাইয়া নাটোর শহরের কানাইখালী এলাকার মোহাম্মদ আলীর মেয়ে।
অভিভাবক মোহাম্মদ আলী জানান, তিনি কিছুদিন আগে মেয়েকে নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তির জন্য কানাইখালীর হকার্স মার্কেটের একটি কম্পিউটার দোকান থেকে অনলাইনে আবেদন করেন। বৃহস্পতিবার বিকেলে বালিকা বিদ্যালয়ে গিয়ে তালিকায় মেয়ের নাম না পেয়ে হতাশ হয়ে ফিরে আসেন। পরে এক পরিচিতজনের মাধ্যমে জানতে পারেন, আবেদনকারী কম্পিউটার অপারেটরের ভুলের কারণে তার মেয়ে বালিকা বিদ্যালয়ে নয়, বরং বালক বিদ্যালয়ের তালিকায় উঠে গেছে।
মোহাম্মদ আলীর দাবি, ‘আবেদনের সময় দোকানদারের ভুলেই আমার মেয়ে বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হলো।’
এ বিষয়ে নাটোর সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের সভাপতি এবং নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ‘ঘটনাটি আমি আগে জানতাম না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’