এক বোর্ডের ৭০ বিদ্যালয়কে শোকজ

যশোর শিক্ষা বোর্ড
যশোর শিক্ষা বোর্ড  © সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন মোট ৭০টি বিদ্যালয়কে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী ভর্তি-সংক্রান্ত শর্ত পূরণ না হওয়া এবং এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হওয়ায় এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়। একাডেমিক স্বীকৃতি নবায়নের আবেদন করার পরই শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপ–বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন।

তিনি জানান, শোকজের জবাবের সঙ্গে যেসব প্রধান শিক্ষক অঙ্গীকারনামা দিচ্ছেন, তা বিবেচনা করে পর্যায়ক্রমে একাডেমিক স্বীকৃতি নবায়ন করা হচ্ছে।

বোর্ড সূত্র জানায়, একাডেমিক স্বীকৃতি পাওয়ার জন্য জেলা সদর ও শহরাঞ্চলের বিদ্যালয়গুলোতে ন্যূনতম ৪০ শিক্ষার্থী ভর্তি থাকতে হবে। এছাড়া এসএসসি পরীক্ষায় ন্যূনতম ৩৫ জন পরীক্ষার্থীকে পাস করতে হবে। গত তিন বছরে শর্ত অনুযায়ী শিক্ষার্থী ভর্তি না হওয়া এবং এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর বিরুদ্ধে শোকজের সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান শিক্ষকরা যখন স্বীকৃতি নবায়নের আবেদন করেন, তখন বোর্ড তিন বছরের তথ্য যাচাই করে শোকজ করে। ইতোমধ্যে কয়েকজন প্রধান শিক্ষক শোকজের জবাবসহ অঙ্গীকারনামা জমা দিয়েছেন, যার ভিত্তিতে স্বীকৃতি নবায়ন করা হয়েছে। প্রক্রিয়া চলমান রয়েছে।

শোকজ হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে খুলনার সোহরাওয়ার্দী উচ্চ বালিকা বিদ্যালয়ও। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১০ জন পরীক্ষার্থীকে নিয়ে অংশ নিলেও পাস করেছে মাত্র ৫ জন। শর্ত ভঙ্গের কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়। তিনি জবাব ও অঙ্গীকারনামা জমা দিলে শর্ত সাপেক্ষে একাডেমিক স্বীকৃতি নবায়ন করা হয়। বোর্ড জানিয়েছে, অন্যান্য বিদ্যালয়ের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এ বিষয়ে উপ–বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন বলেন, অনলাইনে একাডেমিক স্বীকৃতি নবায়নের আবেদন এলেই সংশ্লিষ্ট বিদ্যালয়ের গত তিন বছরের তথ্য যাচাই করা হচ্ছে। যেসব বিদ্যালয় ভর্তি ও পরীক্ষার ফলাফলের নির্ধারিত শর্ত পূরণ করতে পারছে না, সেগুলোকে শোকজ করা হচ্ছে। শোকজের জবাব ও প্রধান শিক্ষকদের দেওয়া অঙ্গীকারনামা যাচাই করে স্বীকৃতি নবায়নের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence