বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ বলায় রাবি শিক্ষককে নিন্দা, বক্তব্য প্রত্যাহারের দাবি শিক্ষক নেটওয়ার্কের

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক  © লোগো

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে ‘মুরতাদ ও কাফির’ আখ্যা দেওয়ায় এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তাঁরা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার মাহমুদুল হাসানের এমন মন্তব্য গুরুতর অন্যায় ও অসম্মানজনক। তাঁরা এই শিক্ষককে তাঁর বক্তব্য প্রত্যাহার করার দাবিও জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক নেটওয়ার্ক এই নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে শিক্ষক নেটওয়ার্ক বলেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মাহমুদুল যেভাবে রোকেয়া সাখাওয়াতকে ‘কাফির মুরতাদ' আখ্যা দিয়েছেন, সমগ্র শিক্ষকসমাজের জন্য তা গ্লানিকর। এ ধরনের দায়িত্বহীন মন্তব্য বর্তমানে বাঙালি মুসলমান নারীসহ সব নারীর পথচলাকে ঝুঁকিপূর্ণ করে তোলে। এ ধরনের ব্যক্তি চরম সংকীর্ণ মানসিকতার পরিচায়ক হিসেবে ধিক্কৃত হবেন। এ রকম বক্তব্য সমাজে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়াতে এবং নারীর প্রতি অনলাইনে ও বাস্তবে চলমান সহিংসতা আরও বাড়িয়ে তুলতে মদদ জোগায়।

শিক্ষক খন্দকার মাহমুদুলের এ ধরনের মন্তব্য দায়িত্বহীন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নারী শিক্ষায় বেগম রোকেয়ার ভূমিকা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বেগম রোকেয়া বাংলা তথা তৎকালীন ভারত উপমহাদেশের নারী শিক্ষা ও মানবিক মূল্যবোধের অন্যতম পথিকৃৎ। তিনি লড়েছেন অন্ধ কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে। তিনি ধর্মবিদ্বেষী ছিলেন না, বরং সমাজে ও দেশে এবং বিশেষত নারীসমাজের প্রতি ধর্মের সংকীর্ণ ব্যাখ্যার সমালোচনা করেছেন।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence