রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ দিনব্যাপী বইমেলা শুরু

১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় বইমেলা ২০২৫-এর একটি স্টল

রাজশাহী বিশ্ববিদ্যালয় বইমেলা ২০২৫-এর একটি স্টল © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় বইমেলা ২০২৫’। যা চলবে আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত। আট দিনব্যাপী এ মেলায় দেশের শীর্ষস্থানীয় প্রকাশনীগুলো অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহিদুল্লাহ কলা ভবন প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব এই বইমেলার উদ্বোধন করেন।

বইয়ের স্টল থেকে নীরা ইসলাম বলেন, ‘আমাদের স্টলটিতে আমরা মূলত মামুন লাইব্রেরি থেকে এসেছি। এখানে সব ধরনের বই পাওয়া যায় নতুন পুরাতন এবং মোটামুটি সুলভ মূল্যে পাওয়া যায়। গত বছর আমরা স্টল দিয়েছিলাম, বিক্রি ভালো দেখে এবারও আমরা স্টল দিয়েছি। আজকে ১২টার দিকে শুরু হলো, যেহেতু এখন শুরু হয়েছে তাই লোকজন এখনো পুরোপুরি আসা শুরু করেনি। আমাদের এখানে ইংরেজি, বাংলা ও উপন্যাসহ নানান ধরনের ধরনের বই পাওয়া যায়।’

লেখক গোপাল রায় বলেন, “আমি আশা করি যারা সাহিত্য অনুরাগী আছেন তারা অবশ্যই আসবে এবং বই পড়বে। কারণ আমরা জানি আসলে সবকিছুর ঊর্ধ্বেই কিন্তু বই পড়া, আশা করা যায় আমরা ভালো পাঠক পাব। শিক্ষার্থীরা আসবে বই কিনবে, বই পড়বে। আমার এখন অবধি ২টি বই প্রকাশিত হয়েছে তার মধ্যে একটি হলো ‘কার্বাইন কার্তুজ’ এবং ‘অপুষ্প যতি চিহ্নের স্মৃতিকা’। এই দুটি বই-ই এখানে পাওয়া যাবে।”

মেলার উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘প্রতিবছর দেশব্যাপী যে একুশে বইমেলা হয় এ বছর মাহে রমজান ও নির্বাচনের কারণে এগিয়ে নিয়ে আসতে হয়েছে। গত বছর প্রথমবারের মতো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে বইমেলার আয়োজন করেছিলাম। এবার আমরা গতবারের চেয়ে আরও বৃহৎ পরিসরে বেশি জায়গা নিয়ে শুরু করছি। এবার শুরুতেই অনেকগুলো স্টল বসে গেছে। আমি আশা করছি এবার অত্যন্ত জমজমাট বইমেলা হবে।’

তিনি আরও বলেন, ‘বইমেলার উদ্দেশ্য আমরা সবাই জানি যে, বই কেনা ও বই পড়াকে উৎসাহিত করা। এছাড়াও দেশের বিভিন্ন প্রকাশনী, প্রতিষ্ঠিত লেখক, পুরাতন লেখক ও নবীন লেখকদেরকে একত্রে নিয়ে আসাও একটা বড় উদ্দেশ্য। আমি প্রত্যাশা রাখছি এই বইমেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারের একটা অপরিহার্য অঙ্গ হয়ে উঠবে এবং বছরের পর বছর এটা চলতে থাকবে।’

উল্লেখ্য, এবারের মেলায় ৬১টি স্টলে ৫০টি প্রকাশনী অংশগ্রহণ করেছে।

নাটোরে বিএনপি প্রার্থী দুলুকে সমর্থন দিল গণঅধিকার পরিষদ
  • ০৯ জানুয়ারি ২০২৬
তীব্র গ্যাস সংকটের কারণ জানাল তিতাস
  • ০৯ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে ছাত্রদলের সাদমান সাম্যর চমকপ্রদ জয়
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে প্রশ্ন ফাঁ…
  • ০৯ জানুয়ারি ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ২৬, আবেদন শেষ ২৫ জানুয়ারি
  • ০৯ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের ও ইসলামী আন্দোলনের প্রার…
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9