মনিপুর স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেলেন সিরাজুল ইসলাম
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩১ PM
রাজধানীর মনিপুর হাই স্কুলের নতুন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির এমপিওভুক্ত শিক্ষক সিরাজুল ইসলাম। সোমবার (২৩ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে, রবিবার (২২ জুন) বর্তমান অ্যাডহক কমিটি তাকে এই পদে দায়িত্ব দেয়।
নবনিযুক্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, মনিপুর স্কুল এক সময় দেশসেরা ছিল, কিন্তু ধীরে ধীরে আমরা সেই ঐতিহ্য হারাতে বসেছি। আমি স্কুলটির হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করব।
উল্লেখ্য, এর আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেন আখলাক আহমেদ। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এবং ঢাকা শিক্ষা বোর্ডের দুটি উচ্চ পর্যায়ের তদন্ত চলমান রয়েছে।