যুক্তরাজ্যে পড়ুন শেভেনিং বৃত্তি নিয়ে

বাংলাদেশ থেকে প্রতিবছর বেশ কয়েকজন শিক্ষার্থী শেভেনিং বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে যান
বাংলাদেশ থেকে প্রতিবছর বেশ কয়েকজন শিক্ষার্থী শেভেনিং বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে যান  © সংগৃহীত

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা করতে যেতে চান? তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো বৃত্তিটি দিতে পারে শেভেনিং। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা যুক্তরাজ্যের একটি নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর করার সুযোগ পাবেন। 

শেভেনিং আওতাভূক্ত যে কোন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২ নভেম্বর।

অত্যন্ত সম্মানিত এই বৃত্তিটির অর্থায়ন করে থাকে যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) ও বিভিন্ন সহযোগী সংগঠন। পৃথিবীর ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের মেধাবী ও ভবিষ্যতের নেতৃত্ব দেবেন - এমন যোগ্যতাসম্পন্ন ১৫০০ তরুণকে এই বৃত্তির মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেয় এই বৃত্তি। 

বৃত্তিটি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা, নেতৃত্বদানের অভিজ্ঞতা, নিজের দেশ ও সমাজের ওপর ইতিবাচক প্রভাবের দিকে গুরুত্ব দেওয়া হয়। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের প্রায় সকল খরচই বহন করা হয়।

বাংলাদেশ থেকে প্রতিবছর বেশ কয়েকজন শিক্ষার্থী শেভেনিং বৃত্তির মাধ্যমে যুক্তরাজ্যে পড়ালেখা করতে যান। তবে আবেদনকারীর ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সুযোগ-সুবিধা:

* টিউশন ফি মওকুফ করা হবে।
* মাসিক জীবনযাত্রা ভাতা। 
* বিমানে যাতায়াতের খরচ।
* এছাড়া প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে অতিরিক্ত অনুদান ও ভাতা অন্তর্ভুক্ত থাকবে। 
* পাবেন যুক্তরাজ্যের যেকোন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করার সুযোগ।

                                আরও পড়ুন: স্নাতকে স্কলারশিপ দিচ্ছে কানাডা

                                আরও পড়ুন: সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়কে কেন পছন্দে রাখবেন?

আবেদনের যোগ্যতা:

* শেভেনিং ভূক্ত দেশের নাগরিক হতে হবে।

* বৃত্তির সময়কাল শেষ হওয়ার পর নিজ দেশে ফিরে আসতে হবে। 

* স্নাতকে ভালো ফলাফলধারী হতে হবে।

* ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ স্কোর থাকতে হবে।

* কমপক্ষে দুই বছরের (২৮ হাজার ঘন্টার সমতুল্য) কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীরা অনলাইনের আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এই লিংকে।