স্নাতকে স্কলারশিপ দিচ্ছে কানাডা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৫ AM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৫ AM
‘কারেন ম্যাককেলিন ইন্টারন্যাশনাল লিডার অফ টুমোরো অ্যাওয়ার্ড’ এর আওতায় ৩ বছরের জন্য স্নাতক কোর্স করার সুযোগ দিচ্ছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশসহ যেকোন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আগামী ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ভালো একাডেমিক ফলাফলধারী, নেতৃত্বের যোগ্যতাসম্পন্ন এবং সামাজিক সেবায় জড়িতরা এ বৃত্তির জন্য প্রাধান্য পাবেন।
সুযোগ-সুবিধা:
* যেকোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* প্রতিষ্ঠানটি শিক্ষার্থীর টিউশন ফি বহন করবে।
* এছাড়া জীবনযাত্রা খরচও বহন করবে।
* স্নাতক চলাকালীন ৩ বছরের জন্য এ বৃত্তি প্রদান করা হবে।
আরও পড়ুন: পিএইচডির জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড
আরও পড়ুন: কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ
আবেদনের যোগ্যতা:
* অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
* কানাডার স্টাডি পারমিটের মাধ্যমে কানাডায় পড়াশোনা করতে হবে।
* উচ্চমাধ্যমিকে ভালো ফলাফলধারী হতে হবে।
* যে শিক্ষাবর্ষে আবেদন করা হয়েছে তার অন্তত দুই বছর আগের জুন মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করতে হবে। অর্থাৎ ২০২২ এর জন্য আবেদনকারীদের অবশ্যই জুন ২০২০ এর মধ্যে উচ্চ মাধ্যমিক শেষ করতে হবে।
* আর্থিক প্রয়োজনের একটি তালিকা প্রদর্শন করতে হবে।
* ইংরেজী ভাষার দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এই লিংকে।