স্কলারশিপে পড়ুন সূর্যোদয়ের দেশ জাপানে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

২৯ জানুয়ারি ২০২৬, ০৩:১২ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ PM
জাপানে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

জাপানে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে সূর্যদয়ের দেশ জাপান। "ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপ"এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৫ এপ্রিল ২০২৬। 

টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি (Tokyo Tech) জাপানের অন্যতম শীর্ষ বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর গবেষণা বিশ্ববিদ্যালয়। উদ্ভাবনমুখী শিক্ষা ও আধুনিক গবেষণার জন্য প্রতিষ্ঠানটি দেশটির শিল্পখাত ও প্রযুক্তিগত উন্নয়নে দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বিশ্বমানের ল্যাবরেটরি, উন্নত গবেষণা অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের অ্যাকাডেমিক পরিবেশের ফলে টোকিও টেক বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একটি জনপ্রিয় ও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।

সুযোগ-সুবিধা

*বৃত্তিপ্রাপ্তদের কোনো টিউশন ফি বা ভর্তি ফি দিতে হবে না; 

*আবেদন করতেও লাগবে না কোনো ফি;

*আসা-যাওয়ার বিমান খরচও মিলবে;

*শিক্ষার্থীদের আইইএলটিএস বা টোয়েফল স্কোর দেখাতে হবে না। তবে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনা ও পরীক্ষা হয়েছে, সেটির প্রমাণ লাগবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা

*বাংলাদেশের নাগরিক হতে হবে;

*১৯৮৯ সালের ২ এপ্রিলের পর জন্মগ্রহণকারীরা আবেদনের যোগ্য;

*জাপানের বাইরে অবস্থিত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করে স্নাতকোত্তর পর্যায়ের সমমানের শিক্ষা অর্জন করতে হবে;

*পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা বিষয় অথবা সংশ্লিষ্ট কোনো একাডেমিক বিষয়ে আবেদন করতে হবে;

*স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক এবং পিএইচডি প্রোগ্রামের জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

*শিক্ষার্থীদের আইইএলটিএস বা টোয়েফল স্কোর দেখাতে হবে না। তবে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনা ও পরীক্ষা হয়েছে, সেটির প্রমাণ লাগবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করুন ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে, থাকছে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

প্রয়োজনীয় কাগজপত্র

*পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা ছবি;

*টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির কোনো ফ্যাকাল্টি সদস্যের কাছ থেকে প্রাপ্ত সম্মতিপত্র (Consent Email বা Letter);

*আবেদন ফরম (বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে);

*গবেষণা পরিকল্পনা ও স্টেটমেন্ট অব পারপাস;

*ডিনের সুপারিশপত্র;

*পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট;

*ভাষাগত দক্ষতার প্রমাণ।* থিসিসের সারসংক্ষেপ;

*স্নাতক সম্পন্নের বা সম্ভাব্য সম্পন্নের প্রমাণপত্র;

*পাসপোর্টের কপি;

আরও পড়ুন: চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে পড়ুন হোহাই  ইউনিভার্সিটিতে, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ এপ্রিল ২০২৬।

এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ৫ তথ্য চাইল মন্ত্রণালয়
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘ভোট চাওয়ায় রাস্তার মাঝে আমার আম্মাকেও লাঞ্ছিত করা হয়েছে’
  • ২৯ জানুয়ারি ২০২৬
দেশে পোঁছেছে ৫৫ হাজার পোস্টাল ব্যালট 
  • ২৯ জানুয়ারি ২০২৬
সংঘর্ষে জামায়াত নেতা নিহত, ঝিনাইগাতীতে থমথমে পরিস্থিতি
  • ২৯ জানুয়ারি ২০২৬
ইরানে হামলার হুমকি; ডলারের দরপতনে রেকর্ড দাম স্বর্ণের
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেতার ইগো ও ষড়যন্ত্রে চার দশক পর বিএনপি ছাড়লেন মাহাবুব মা…
  • ২৯ জানুয়ারি ২০২৬