বিদেশে উচ্চশিক্ষা
ইউরোপের বিভিন্ন দেশে স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা জেনে নিন খুঁটিনাটি বিষয়ে © সংগৃহীত
বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় ইউরোপের দেশগুলো বরাবরই শীর্ষস্থান দখল করে থাকে। কারণ ইউরোপের বিভিন্ন দেশের সরকার ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বিশ্ববিদ্যালয়গুলোতে নানাবিধ স্কলারশিপ প্রদান করা হয়। এসব স্কলারশিপের আওতায় টিউশন ফি মওকুফের পাশাপাশি আবাসন, জীবনযাত্রার ব্যয়, এমনকি সপরিবারে যাওয়ার সুযোগসহ নানা আর্থিক সুবিধা প্রদান করে থাকে দেশগুলো।
ইউরোপের প্রথম সারির দেশগুলো শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার নিয়ে বসবাসের সুযোগ, উন্নত জীবনমান, নিরাপদ পরিবেশ এবং পরিবারের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুবিধা দিয়ে থাকে। বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো পরিবারবান্ধব নীতি, সামাজিক নিরাপত্তা ও মানসম্মত জীবনযাপনের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত।
আজ আমরা সুইডেন, ডেনমার্ক, নরওয়েসহ ইউরোপের ৭টি দেশে পড়াশোনার সুযোগ, খরচ ও স্টাডি গ্যাপ নিয়ে বিস্তারিত তথ্য সম্পর্কে জানব।
১. সুইডেন (Sweden)
সুইডেনে উচ্চশিক্ষার মান ও জীবনযাত্রার নিরাপত্তা বিশ্বসেরা। এখানে রয়েছে সপরিবারে আবেদনের সুযোগ;
*আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬;
*খরচ: টিউশন ফি বছরে প্রায় ৯০,০০০ থেকে ১,৬০,০০০ সুইডিশ ক্রোনা (SEK)। থাকা-খাওয়ার খরচ মাসে ৭,০০০–১২,০০০ ক্রোনা;
*স্টাডি গ্যাপ: ২–৫ বছর পর্যন্ত গ্যাপ সাধারণত সমস্যা হয় না। এর বেশি হলে কাজের অভিজ্ঞতা বা যৌক্তিক কারণ দর্শাতে হবে;
*বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন www.universityadmissions.se
আরও পড়ুন: জেনে নিন বিশ্বসেরা ১০ ফুল-ফ্রি স্কলারশিপ সম্পর্কে
২. ডেনমার্ক (Denmark)
ডেনমার্কে পড়াশোনা শেষে কাজের সুযোগ চমৎকার। নন-ইইউ (Non-EU) শিক্ষার্থীদের জন্য আবেদনের সময়সীমা এখনই শেষ হচ্ছে;
*আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬;
*খরচ: টিউশন ফি বছরে ৬,০০০–১৫,০০০ ইউরো। জীবনযাত্রার ব্যয় মাসে ৮০০–১,২০০ ইউরো;
*স্টাডি গ্যাপ: ২–৭ বছর পর্যন্ত গ্রহণযোগ্য, তবে প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকলে ভিসা পাওয়া সহজ হয়;
*বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন
ব্যাচেলর: www.optagelse.dk
মাস্টার্স ও তথ্য: www.studyindenmark.dk
৩. নরওয়ে (Norway)
পূর্বে নরওয়েতে শিক্ষা সম্পূর্ণ ফ্রি থাকলেও, ২০২৩ সাল থেকে নন-ইইউ শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি চালু করা হয়েছে। তাই আবেদনের আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট চেক করা জরুরি।
*আবেদনের শেষ তারিখ: ১ বা ১৫ ডিসেম্বর ২০২৫ (অধিকাংশ ক্ষেত্রে শেষ, কিছু ভার্সিটিতে লেট অ্যাপ্লিকেশনের সুযোগ থাকতে পারে);
*খরচ: এখন বেশিরভাগ ক্ষেত্রে টিউশন ফি প্রযোজ্য। জীবনযাত্রার ব্যয় মাসে ১,১০০–১,৪০০ ইউরো;
*বিশেষত্ব: এখানে স্টাডি গ্যাপ বড় কোনো সমস্যা নয়, যদি কাজের প্রমাণপত্র থাকে;
*বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন www.studyinnorway.no (এখানে প্রোগ্রামের তালিকা দেখে নির্দিষ্ট ভার্সিটির পোর্টালে যেতে হবে);
আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে
৪. ফিনল্যান্ড (Finland)
ফিনল্যান্ডে আর্লি বার্ড স্কলারশিপের সুযোগ থাকে। যারা দ্রুত আবেদন করেন, তারা টিউশন ফিতে ছাড় পেতে পারেন।
*আবেদনের সময়: মূল আবেদন প্রক্রিয়া জানুয়ারি ২০২৬-এ চলমান;
*খরচ: টিউশন ফি বছরে ৪,০০০–১৮,০০০ ইউরো। থাকা-খাওয়া ৭০০–১,০০০ ইউরো;
*স্টাডি গ্যাপ: ৩–৬ বছর পর্যন্ত গ্রহণযোগ্য;
*বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন www.studyinfo.fi
৫. নেদারল্যান্ডস (Netherlands)
নেদারল্যান্ডসে প্রায় সব মাস্টার্স প্রোগ্রাম ইংরেজিতে পড়ানো হয়, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুবিধা।
*আবেদনের শেষ তারিখ: জানুয়ারি থেকে এপ্রিল ২০২৬ (কোর্স ভেদে ভিন্ন);
*খরচ: টিউশন ফি বছরে ৮,০০০–২০,০০০ ইউরো। জীবনযাত্রার ব্যয় ৯০০–১,৩০০ ইউরো;
*স্টাডি গ্যাপ: ২–৮ বছর পর্যন্ত গ্যাপ থাকলে সঠিক কারণ দেখিয়ে আবেদন করা যায়;
*বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন www.studielink.nl
আরও পড়ুন: জেনে নিন বিশ্বসেরা ১০ ফুল-ফ্রি স্কলারশিপ সম্পর্কে
৬. ফ্রান্স (France)
ফ্রান্সে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। তবে সাম্প্রতিক নিয়মে নন-ইইউ শিক্ষার্থীদের ফি কিছুটা বেড়েছে (বছরে প্রায় ২,৭৭০ ইউরো থেকে শুরু), তবুও এটি অন্যান্য দেশের তুলনায় সাশ্রয়ী।
*আবেদনের সময়: জানুয়ারি থেকে মার্চ ২০২৬ পর্যন্ত;
*খরচ: জীবনযাত্রার ব্যয় মাসে ৭০০–১,১০০ ইউরো;
*স্টাডি গ্যাপ: ৪–৬ বছর পর্যন্ত গ্যাপ সাধারণত গ্রহণ করা হয়;
*বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন pastel.diplomatie.gouv.fr/etudesenfrance (Campus France পোর্টাল);
৭. সুইজারল্যান্ড (Switzerland)
সুইজারল্যান্ডে টিউশন ফি কম হলেও জীবনযাত্রার খরচ ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি।
*আবেদনের শেষ তারিখ: জানুয়ারি ২০২৬;
*খরচ: টিউশন ফি বছরে ১,০০০–৪,০০০ ইউরো। কিন্তু থাকা-খাওয়ার জন্য মাসে ১,৩০০–২,০০০ ইউরো গুনতে হতে পারে;
*স্টাডি গ্যাপ: মেধা ও যোগ্যতা থাকলে গ্যাপ এখানে বড় বাধা নয়;
*বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন www.studyinswitzerland.plus (ইউনিভার্সিটি খোঁজার জন্য);
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: আবেদনপ্রক্রিয়া থেকে ফান্ডিং পাওয়া—সার্বিক বিষয়ে পরামর্শ
সপরিবারে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়সমূহ
১. আর্থিক সচ্ছলতা (Bank Solvency): একা যাওয়ার তুলনায় পরিবারসহ যেতে চাইলে ব্যাংক অ্যাকাউন্টে অনেক বেশি টাকা (লিভিং কস্ট হিসেবে) দেখাতে হয়।
২. বাসস্থান: পরিবার নিয়ে থাকার জন্য স্টুডেন্ট হাউজিং পাওয়া কঠিন হতে পারে, তাই প্রাইভেট অ্যাপার্টমেন্ট ভাড়ার প্রস্তুতি থাকতে হবে যা ব্যয়বহুল।
৩. ভিসা প্রসেসিং: ইদানীং কিছু দেশ মেইন অ্যাপ্লিকেন্ট যাওয়ার ৩-৬ মাস পর পরিবারের সদস্যদের ভিসা দিচ্ছে। তবে সুইডেন ও ফিনল্যান্ডে একসঙ্গে আবেদনের সুযোগ বেশি।