ইবির স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পেলেন ৩৩৬ শিক্ষার্থী

২৮ এপ্রিল ২০২৫, ০৮:১৫ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পেলো ৩৩৬ শিক্ষার্থী

স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পেলো ৩৩৬ শিক্ষার্থী © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সংগঠনটির অফিসিয়াল ফেইসবুক পেইজে এ ফলাফল প্রকাশ করা হয়।

জানা যায়, প্রতিযোগিতায় ছাত্র এবং ছাত্রী নিয়ে সর্বমোট পরীক্ষার্থী ছিল ২৮৪৪ জন। এর মাঝে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২৩২ জন এবং ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ১০৪ জন। মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩৩৬ জন। পরীক্ষায় যারা ৭০% মার্ক পেয়েছে তারা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে এবং যারা ৮০% মার্ক পেয়েছে তারা ট্যালেন্ট পুলে বৃত্তির জন্য বিবেচিত হয়েছে। এতে চতুর্থ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির চেয়ারম্যান ও ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিবছর শিক্ষাবৃত্তি, মেধাবৃত্তি, বৃক্ষরোপণ অভিযান, লিডারশিপ ট্রেনিং ক্যাম্প, বৃত্তি পরীক্ষা গ্রহণ, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ উপহার প্রদান, ঈদ সামগ্রী উপহার প্রদানসহ নানাবিধ শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। প্রতিবছরের ধারাবাহিকতায় গতবছরও আমরা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে আমরা বৃত্তি পরীক্ষার আয়োজন করেছিলাম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যারা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তি পেয়েছো তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমরা যারা বৃত্তি পেয়েছো স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আশা করছে, তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তোমরা দৃঢ় প্রত্যয়ী হয়ে এখন থেকেই কাজ করে যাবে। আমরা আশা করছি তোমাদের সততা,দক্ষতা এবং যোগ্যতার বিনিময়ে আগামী দিনের একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। প্রতিবছর বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের অল্প কিছুদিনের মধ্যেই আমরা চমৎকার আয়োজনের মধ্য দিয়ে আমরা বৃত্তি ও সনদপত্র প্রদান করে থাকি। আমরা অন্যান্য বছরের ধারাবাহিকতায় এ বছরও খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠানটি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। 

উল্লেখ্য, লার্ন টু লিড শ্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইবি ও শৌলকুপা থানায় কাজ করে এ সংগঠনটি। গত ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বেশ কয়েকটি কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি সংলগ্ন মেসে অপ্রীতিকর অবস্থায় দুই সমকামী শিক্ষার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২০ জানুয়ারি ২০২৬
চিরকুট লিখে ২৩ দিনের শিশুকে হাসপাতালে রেখে পালালেন মা, অতঃপ…
  • ২০ জানুয়ারি ২০২৬
জাইমা রহমান: চমকপ্রদ সূচনার মতোই বহমান হোক আগামীর পথচলা
  • ১৯ জানুয়ারি ২০২৬
যে কারণে স্থগিত রাজশাহী জেলা ও মহানগর এনসিপির কমিটি
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9