উচ্চশিক্ষা অর্জনে শীর্ষ গন্তব্য মালয়েশিয়া, বৃদ্ধি পাচ্ছে প্রতারণার হারও

১৩ আগস্ট ২০১৮, ০৪:৪৫ PM
মালয়েশিয়ার জাতীয় পতাকা

মালয়েশিয়ার জাতীয় পতাকা © সংগৃহীত

উচ্চশিক্ষা অর্জনে বাংলাদেশী শিক্ষার্থীদের বিদেশ গমন ক্রমেই বাড়ছে। প্রতিবছর বিগত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন। বাংলাদেশী শিক্ষার্থীদের গন্তব্যের শীর্ষে রয়েছে প্রতিবেশি দেশ মালয়েশিয়া। দেশটিতে বাংলাদেশী শিক্ষার্থী গমন অস্বাভাবিক ভাবে বেড়েছে। ২০১৬ সালে দেশটিতে পাড়ি জমিয়েছেন ৩৪ হাজারের বেশি বাংলাদেশী শিক্ষার্থী। ইউনেস্কোর সর্বশেষ পরিসংখ্যান বলছে, যা ২০১৬ সালের চেয়ে ৪২২ শতাংশ বেশি। এই অস্বাভাবিক বৃদ্ধির কারণে মালয়েশিয়াতে পড়তে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেক শিক্ষার্থী। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পড়াশোনার পাশাপাশি কাজের প্রলোভনে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন শিক্ষার্থীরা। বিভিন্ন এজেন্টের প্রলোভনে পড়ে মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন তারা। কারণ শিক্ষার্থীদের কাজের অনুমতি দেয় না মালয়েশিয়া।

স্টুডেন্ট ভিসার নামে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শিক্ষার্থী পাচারের বিষয়টি উঠে এসেছে সে দেশের গণমাধ্যমেও। ভুক্তভোগী শিক্ষার্থী, এজেন্ট ও সংশ্লিষ্ট কলেজ-বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালয়েশিয়ার স্টার মিডিয়া গ্রুপের তরুণদের নিয়ে সংবাদ পরিবেশনকারী প্ল্যাটফরম আর.এইজ। এতে বলা হয়, শিক্ষার্থী পাচারের উদ্দেশ্যে মালয়েশিয়ায় বেসরকারি বিভিন্ন কলেজ গড়ে উঠেছে। এসব কলেজে শিক্ষা কার্যক্রম পরিচালিত না হলেও ভর্তি দেখিয়ে শিক্ষার্থীদের বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করছে পাচারকারী চক্র।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, দেশটির উচ্চশিক্ষার মান আমাদের দেশের চেয়ে ভালো বলা যাবে না। তার পরও পড়ালেখার পাশাপাশি কাজের আশায় দেশটিতে পাড়ি জমাচ্ছেন শিক্ষার্থীরা। বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রতারণারও শিকার হচ্ছেন অনেক শিক্ষার্থী।

সম্প্রতি প্রকাশিত সংস্থাটির ‘গ্লোবাল ফ্লো অব টারশিয়ারি লেভেল স্টুডেন্টস’ শীর্ষক সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, উচ্চশিক্ষার উদ্দেশ্যে ২০১৬ সালে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন ৬০ হাজার ৩৯০ জন বাংলাদেশী শিক্ষার্থী। আগের বছর এ সংখ্যা ছিল ৩৩ হাজার ১৩৯। এ হিসাবে এক বছরে বিদেশগামী শিক্ষার্থী বেড়েছে প্রায় ৮২ শতাংশ। তবে অস্বাভাবিক বেড়েছে মালয়েশিয়ায় শিক্ষার্থী গমন। বাংলাদেশী শিক্ষার্থীদের সবচেয়ে পছন্দের গন্তব্যও এখন মালয়েশিয়া। ২০১৬ সালেই উচ্চশিক্ষার নামে দেশটিতে পাড়ি জমিয়েছেন ৩৪ হাজার ১৫৫ জন বাংলাদেশী শিক্ষার্থী। যদিও ২০১৫ সালে বাংলাদেশ থেকে দেশটিতে উচ্চশিক্ষা নিতে গিয়েছিলেন মাত্র ৬ হাজার ৫৩৪ জন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের মতো ২০১৬ সালেও বিদেশে উচ্চশিক্ষায় বাংলাদেশীদের দ্বিতীয় শীর্ষ গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। উচ্চশিক্ষার লক্ষ্যে ২০১৫ সালে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন ৫ হাজার ৪৪১ জন বাংলাদেশী শিক্ষার্থী। ২০১৬ সালেও সমসংখ্যক বাংলাদেশী উচ্চশিক্ষার লক্ষ্যে দেশটিতে পাড়ি দিয়েছেন।

আগের পরিসংখ্যানে বিদেশে উচ্চশিক্ষায় বাংলাদেশীদের চতুর্থ শীর্ষ গন্তব্য ছিল অস্ট্রেলিয়া। সর্বশেষ হিসেবে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে দেশটি। ২০১৫ সালে উচ্চশিক্ষার লক্ষ্যে ৪ হাজার ৪১৯ জন বাংলাদেশী অস্ট্রেলিয়ায় পাড়ি জমালেও ২০১৬ সালে গেছেন ৪ হাজার ৬৫২ জন। অর্থাৎ এক বছরে দেশটিতে বাংলাদেশী শিক্ষার্থী বেড়েছে ২৩৩ জন।

বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় তৃতীয় থেকে চতুর্থ স্থানে নেমে গেছে যুক্তরাজ্য। ২০১৫ সালে উচ্চশিক্ষার জন্য দেশটিতে পাড়ি জমান ৪ হাজার ৮৬৮ জন বাংলাদেশী। ২০১৬ সালে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৯৯। এ হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে বাংলাদেশী শিক্ষার্থী গমন কমেছে ১ হাজার ২৬৯ জন।

জানা গেছে, ২০১০-১১ সালের দিকে যুক্তরাজ্যে গড়ে ওঠা নামসর্বস্ব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই কয়েক বছর পর বন্ধ করে দেয় দেশটির সরকার। বাংলাদেশ থেকে যাওয়া হাজার হাজার শিক্ষার্থী এতে অবৈধ হয়ে পড়েন। এর পর থেকেই উচ্চশিক্ষায় যুক্তরাজ্য গমন সেভাবে বাড়ছে না, বরং কমছে।

উচ্চশিক্ষায় বাংলাদেশী শিক্ষার্থীদের পঞ্চম শীর্ষ গন্তব্য কানাডা। ২০১৫ সালে দেশটিতে পাড়ি জমান ১ হাজার ৬১৪ জন বাংলাদেশী শিক্ষার্থী। যদিও ২০১৬ সালে ২ হাজার ২৮ জন শিক্ষার্থী উত্তর আমেরিকার দেশটিতে পাড়ি জমিয়েছেন।

ষষ্ঠ শীর্ষ গন্তব্য জার্মানিতে ২০১৬ সালে পাড়ি দেন ২ হাজার ৮ জন বাংলাদেশী শিক্ষার্থী। একই বছর সপ্তম স্থানে থাকা ভারতেও উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছেন। ২০১৫ সালে ৯৪৮ জন শিক্ষার্থী বাংলাদেশ থেকে ভারতে গেলেও ২০১৬ সালে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯৯ জনে। উচ্চশিক্ষায় বাংলাদেশী শিক্ষার্থীদের শীর্ষ ১০ গন্তব্যের মধ্যে অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে সৌদি আরব, জাপান ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০১৬ সালে দেশগুলোয় বাংলাদেশ থেকে পাড়ি দেন যথাক্রমে ৮৭০, ৮১০ ও ৬৩৭ জন শিক্ষার্থী। 

 

 

 
বিসিবিকে ধুয়ে দিলেন আমিনুল হক
  • ২৬ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্তির আবেদন ৩৬১৫, যাচাইয়ের প্রাথমিক সভা বুধবার
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান
  • ২৬ জানুয়ারি ২০২৬
লালমোহনে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের সমাবেশে বিপুল নারীর উপস্থিতি, কী প্রতিশ্রুতি দিলে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য চাইল মাউশি
  • ২৬ জানুয়ারি ২০২৬