গুলশানে চলছে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা মেলা

১০ আগস্ট ২০১৮, ০১:০৭ PM
অস্ট্রেলিয়ার জাতীয় পতাকা

অস্ট্রেলিয়ার জাতীয় পতাকা © সংগৃহীত

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ-শিক্ষার সুযোগ-সুবিধা জানাতে ‘শিক্ষামেলা’র আয়োজন করেছে প্যাক এশিয়া বাংলাদেশ। আজ শুক্রবার (১০ আগস্ট) দিনব্যাপী এ মেলা চলবে গুলশানের হোটেল আমারিতে। মেলায় অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা অস্ট্রেলিয়ায় পড়তে আগ্রহী শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়ন করে বিভিন্ন দিক-নির্দেশনা এবং পরামর্শ দিবেন।

প্যাক এশিয়া বাংলাদেশের কর্মকর্তা আরেফিনা আয়ুব জানান, শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থার সব তথ্য তুলে ধরতেই এই মেলা। অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মান, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন বিষয় জানাতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সরকারের একজন বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন মেলায়।
মেলায় শিক্ষার্থীরা অনস্পট অ্যাপ্লিকেশন করলে আবেদন ফি ছাড়ের সুযোগ পাবেন বলে জানান তিনি।

মেলায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের ০১৭১৩২৪৩৪১৬ এই নম্বরে কল করে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রয়েজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। বিস্তারিত জানা যাবে ০১৭১৩২৪৩৪২২ এই নম্বরে।

এর আগে ৮ ও ৯ আগস্ট রাজধানীর সোনারগাঁও হোটেলে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা নিয়ে দুইদিন ব্যাপী মেলার আয়োজন করে আইডিপি বাংলাদেশ। 

বিসিবিকে ধুয়ে দিলেন আমিনুল হক
  • ২৬ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্তির আবেদন ৩৬১৫, যাচাইয়ের প্রাথমিক সভা বুধবার
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান
  • ২৬ জানুয়ারি ২০২৬
লালমোহনে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের সমাবেশে বিপুল নারীর উপস্থিতি, কী প্রতিশ্রুতি দিলে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য চাইল মাউশি
  • ২৬ জানুয়ারি ২০২৬