নড়াইলে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

নড়াইলে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
নড়াইলে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন  © টিডিসি ফটো

নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এটি অনুষ্ঠিত হয়। এ সময়  সনাতন ধর্মাবলম্বী শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এদেশে জন্ম যেন এক আজন্ম পাপ। যেখানে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ নানা কর্মকাণ্ড ঘটছে। প্রতিনিয়ত এই ঘটনা বেড়েই চলেছে। তবে প্রশাসন থেকে এখনো পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় নি। এসময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তিরও দাবি জানান।

এ সময় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড.পরেশ চন্দ্রবর্মন, অধ্যাপক ড.অশোক কুমার চক্রবর্তী, অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, সহকারী অধ্যাপক বিপুল রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ