আবু কাউসার মিলন © সংগৃহীত
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সাবেক শিক্ষার্থী আবু কাউসার মিলন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি, লিভার, হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন এবং ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাধাকানাই (খালইপুড়া) গ্রামের আহেদ আলী সরকার বাড়ির নিবাসী মরহুম আব্দুল কাদের সাহেবের একমাত্র ছেলে আবু কাউসার মিলন। তার জানাজার নামাজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় নিজ বাড়ি সংলগ্ন খালইপুড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: রিইউনিয়নে এসে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী
মিলনের অকাল মৃত্যুতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ও সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, দীর্ঘদিন অসুস্থ ছিল জেনে মাস ছয়েক আগে হঠাৎ ওকে দেখতে গিয়েছিলাম। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিলো না। বারবার ছুঁয়ে দেখছিল, আমি সত্যিই তাকে দেখতে গেছি কি না। প্রচণ্ড শারীরিক কষ্ট নিয়েও খুশিতে উদ্বেলিত হচ্ছিলো। তার খুশিতে উজ্জ্বল মুখটা এখনো চোখে ভাসছে। অকালবিধবা মায়ের একমাত্র অবলম্বন ছিল মিলন। মহান রাব্বুল আলামীন, তুমি মিলনকে বেহেশতবাসী করো আর তার মাকে শোক সহ্য করার তৌফিক দান করো।