উদ্ভাবন ও প্রভাবের যাত্রায় আবারও বিইউপি প্রাঙ্গণে হাল্ট প্রাইজ © সৌজন্যে প্রাপ্ত
চার বছরের বিরতির পর আবারও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) প্রাঙ্গণে ফিরেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সামাজিক প্রভাবসম্পন্ন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ROSA Presents Hult Prize at BUP, সহ-আয়োজক HeadStart এবং BUP Finance Society এই প্রতিযোগিতার আয়োজন করেছে। অনুষ্ঠানটিতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে শিক্ষা, ক্যাম্পাস, তারুণ্য বিষয়ক সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস।
আয়োজকদের জানানো হয়, এবারের হাল্ট প্রাইজ প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য ১ লাখ টাকা। এতে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা, প্রথম রানার্স-আপ ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্স-আপ দল পাবে ২০ হাজার টাকা। এই প্রতিযোগিতার মাধ্যমে বিইউপি-এর শিক্ষার্থীদের সৃজনশীল মেধা, উদ্যোক্তা মানসিকতা ও সামাজিক সমস্যার উদ্ভাবনী সমাধান তুলে ধরার সুযোগ তৈরি হবে।
প্রতিযোগিতাটি মোট তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে অ্যাবস্ট্রাক্ট সাবমিশন (অনলাইন) অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি ২০২৬। দ্বিতীয় রাউন্ডে ফিনান্সিয়াল ফিজিবিলিটি ও পিচ ডেক (অনলাইন) জমা দিতে হবে ২৭ জানুয়ারি ২০২৬। চূড়ান্ত রাউন্ড হিসেবে অপারেশনাল, মার্কেটিং ও গ্রোথ স্ট্র্যাটেজি (অফলাইন) উপস্থাপনার মাধ্যমে ৫ ফেব্রুয়ারি ২০২৬ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে, যা চলবে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
হাল্ট প্রাইজ কর্তৃপক্ষ আশা করছে, এই আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব রূপ দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের তাদের সৃজনশীলতা, নেতৃত্ব ও উদ্যোক্তা দক্ষতা বিকাশে এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করা হচ্ছে।
রেজিস্ট্রেশন লিংক: https://tinyurl.com/HultPrizeattBUP