ফিল সল্ট © সংগৃহীত
শেষের পথে বিপিএলের দ্বাদশ আসর। এরই মাঝে ক্রিকেটপাড়ায় গুঞ্জনের ডালপালা ছড়াতে শুরু করেছে। প্লে-অফের আগে এমনই এক গুঞ্জনে উঠে এসেছে ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিল সল্টের নাম। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিপিএলের প্লে-অফে সিলেট টাইটান্সের হয়ে খেলতে আসছেন তিনি।
খবরটি দ্রুত আলোচনায় এলেও এবার নিজেরাই বিষয়টি পরিষ্কার করল সিলেট ফ্র্যাঞ্চাইজি। সিলেট টাইটান্সের পক্ষ থেকে জানানো হয়, ফিল সল্টকে দলে ভেড়ানোর কোনো আলোচনা হয়নি, এটি সম্পূর্ণই গুজব।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় দলটির পক্ষ থেকে বলা হয়, সিলেট টাইটান্স সোশ্যাল মিডিয়ার গুঞ্জন নিয়ে স্পষ্ট করতে চায়। আমরা নিশ্চিত করছি ফিল সল্টের সাথে বিপিএল খেলার বিষয়ে কোনো আলোচনাই হয়নি। ফ্র্যাঞ্চাইজির সবাই ও ঐ খেলোয়াড়ের প্রতি সম্মান রেখে আমরা এই বিষয়টি স্পষ্ট করলাম।
এদিকে চমকের পর চমক দিয়েই চলছে টাইটান্সের দলগঠন। ক্রিস ওকসকে দলে ভেড়ানোর পর এবার প্লে-অফের ঠিক আগে সিলেট শিবিরে যোগ দিচ্ছেন অভিজ্ঞ ব্যাটার স্যাম বিলিংস।
এর আগে মঈন আলী দলে যোগ দেওয়ার পর থেকেই টাইটান্সের পারফরম্যান্সে চোখে পড়ার মতো পরিবর্তন আসে। এখন ওকস ও বিলিংস যুক্ত হওয়ায় প্লে-অফে আরও শক্তিশালী রূপে মাঠে নামতে যাচ্ছে দলটি।
লিগ পর্বে ১০ ম্যাচে ৫ জয় ও ৫ হারে ১০ পয়েন্ট সংগ্রহ করে প্লে-অফে জায়গা করে নেয় সিলেট। তবে ফাইনালের পথে যেতে তাদের লড়তে হবে এলিমিনেটরে।
আগামী ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কোয়ালিফায়ারে ওঠার লক্ষ্যে মাঠে নামবে সিলেট টাইটান্স। ওই ম্যাচেই একসঙ্গে মঈন আলী, ক্রিস ওকস ও স্যাম বিলিংস—এই তিন ইংলিশ তারকাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।