বিপিএল লোগো © সংগৃহীত
লিগ পর্ব শেষ করে এখন প্লে-অফের মঞ্চে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আগেই ঘোষিত সূচি অনুযায়ী, এবার পয়েন্ট টেবিলের চূড়ান্ত অবস্থান থেকে নির্ধারিত হলো কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচআপ।
প্লে-অফে আগামী ২০ জানুয়ারি দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে দলটি, ফলে দুই দলের জন্যই এটি ‘ডু অর ডাই’ লড়াই।
একই দিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার–১। সেখানে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে উঠে যাবে। তবে হারলেও দ্বিতীয় সুযোগ পাবে পরাজিত দল, পরবর্তী কোয়ালিফায়ারে খেলবে তারা।
এরপর ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার–২। এ ছাড়া শিরোপা নির্ধারণী ফাইনাল মাঠে গড়াবে ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায়।
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। তৃতীয়স্থানে থাকা রংপুর রাইডার্সের ১২ পয়েন্ট, সমান ১২ পয়েন্টে নেট রানরেটে এগিয়ে টেবিলের দুইয়ে চট্টগ্রাম। আর চতুর্থ স্থানে থেকে প্লে-অফে জায়গা করে নেয় সিলেট টাইটান্স, তাদের পয়েন্ট ১০।