ববিতে সড়ক নির্মাণে ঠিকাদারের গড়িমসি, দুই মাসেও শুরু হয়নি কাজ

০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ PM
ববির ভবন

ববির ভবন © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবন–০১-এর সামনে সড়ক নির্মাণ কাজ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত তিন মাসের কাজের মেয়াদের দুই মাস পার হলেও এখনো কাজ শুরু করেনি ঠিকাদার প্রতিষ্ঠান ধারা এন্টারপ্রাইজ। প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে ঠিকাদার গড়িমসি করছেন বলে অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক ভবন–০১-এর সামনে ১৫০ ফুট সড়ক নির্মাণের জন্য ৬৪ লাখ ১৬ হাজার ২৪০ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। গত বছরের ২০ নভেম্বর ৯০ দিনের সময়সীমা উল্লেখ করে কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ওয়ার্ক অর্ডার পাওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে কাজ শুরু করার কথা থাকলেও দুই মাস পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

প্রকৌশল দপ্তর সূত্র জানায়, ধারা এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব (কালু)। তবে বাস্তবে এই প্রতিষ্ঠানের নামে দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভৌত ও অবকাঠামোগত উন্নয়নকাজ করে আসছেন ঠিকাদার আওলাদ হোসেন মনু। সংশ্লিষ্টদের দাবি, সড়ক নির্মাণকাজের কার্যাদেশও মনুই পেয়েছেন এবং বাস্তবে কাজটি তিনিই পরিচালনা করছেন।

আরও পড়ুন: ৭ম গণবিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ, দেখুন এখানে

এ বিষয়ে জানতে আওলাদ হোসেন মনুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের উপপ্রধান প্রকৌশলী মো. মুর্শিদ আবেদিন বলেন, ‘আমরা আজ (মঙ্গলবার) ঠিকাদারকে একটি সতর্কীকরণ চিঠি দিয়েছি। এ বিষয়ে আমি আর বেশি কথা বলতে চাই না।’ কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, সেটা সময়ই বলে দেবে।

ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নামের সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা, যুবদল কর্মীর মারধরে স্বেচ্ছা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ৩১ জানুয়ারি ২০২৬