এনটিআরসিএ © ফাইল ছবি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে ৭ম শিক্ষক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে ১০ জানুয়ারি আর এ কার্যক্রম চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। যে সব প্রার্থী অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী ১৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এসএমএস-এর মাধ্যমে ফি জমা দেয়ার সুযোগ দেয়া হবে।
মঙ্গলবার এনটিআরসিএর ওয়েবসাইটে এ নির্দেশিকা প্রকাশ করা হয়।
৭ম গণবিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন
নির্দেশিকায় শূন্যপদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে, পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী এনটিআরসিএএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।