মেরিটাইম ইউনিভার্সিটিতে চাইনিজ ল্যাংগুয়েজ কোর্স সম্পন্ন, শুরু হচ্ছে জাপানিজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ PM
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সফলভাবে সম্পন্ন হলো তিন মাসব্যাপী চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ (আইপিএল)-এর উদ্যোগে ৩০ আগস্ট এই কোর্স শুরু হয়।মেরিটাইম ইউনিভার্সিটির পদ্মা বিল্ডিংয়ে প্রতি রবি ও মঙ্গলবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহনে ৩০ নভেম্বর পর্যন্ত এই কোর্সটি চলে।
মোট ২৪ দিনব্যাপী এই কোর্সে ৬২ জন শিক্ষার্থী ও কর্মকর্তা অংশ নেন। মেরিটাইম ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী ও যেকোনো আবেদনকারীদের জন্য এই কোর্স উন্মুক্ত ছিল। কোর্স শেষে আয়োজিত পরীক্ষায় প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।
গত ৯ ডিসেম্বর বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেঘনা ভবনের অডিটরিয়ামে কোর্সের সমাপনী এবং সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়াল অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ-এর পরিচালক ক্যাপ্টেন মোঃ শহিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট-এর সভাপতি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট-এর সভাপতি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মেরিটাইম ইউনিভার্সিটির পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিদরাতুল মুনতারা রাফি কোর্সটির গুরুত্ব তুলে ধরে বলেন, "যেহেতু পৃথিবীর একটি বড় অংশের মানুষ চীনা ভাষায় কথা বলে এবং বন্দর পরিচালনার বিষয়গুলোতে চীনের প্রভাব বেশি, তাই তাদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য চীনা ভাষা শিক্ষা খুবই জরুরি।" তিনি আরও জানান, খুব শীঘ্রই জাপানি ল্যাঙ্গুয়েজ কোর্সও চালু হতে যাচ্ছে এবং এই ধরনের ব্যবহারিক কোর্স যেন বিশ্ববিদ্যালয়ে চলমান থাকে।