বেরোবির প্রথম সমাবর্তন আগামী বছরের জানুয়ারিতে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস  © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইতিহাসে প্রথম সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২০২৬ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এর আগে ২০২৫ সালের ২০ ডিসেম্বর সমাবর্তনের তারিখ নির্ধারিত থাকলেও ওই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি কয়েকটি দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই দিনে’— এমন সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে তারা স্পষ্ট করেন, সমাবর্তনের নতুন সময়সূচি ২০২৬ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানায়, প্রথম সমাবর্তনের চূড়ান্ত তারিখ ও সময়সূচি নির্ধারণের পর তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ