শিক্ষকদের কর্মবিরতিতে ঢাকা কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০১:২৩ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০১:২৯ PM
ঢাকা কলেজে ‘শিক্ষক লাঞ্ছনা’, উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ওপর হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাংচুরের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এতে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাসহ অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা কলেজের শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করছেন। শিক্ষক পরিষদের সভাপতি রফিকুল আলম বলেন, ‘গতকাল ছাত্র নামধারী কিছু ছাত্র যে নৈরাজ্যকর কান্ড ঘটিয়েছে, তা ঢাকা কলেজের ইতিহাসে আগে কখনো ঘটেনি। লাউঞ্জের গ্লাসে লাথি মারা মানে শিক্ষকদের গায়ে লাথি মারা, যা কাম্য নয়। এটা দাবি আদায়ের কোনো পথ হতে পারে না। এ ঘটনার প্রতিবাদে আমাদের আজকের এ কর্মসূচি।’
ঢাকা কলেজ বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: দিললুর রহমান বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নামে কিছু ছাত্র আন্দোলন করে আসছিল। তবে আমরা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে নই। গত বছরের ২৯ ডিসেম্বর যে বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটির দুই নম্বর শর্তই ছিলো সাতটি কলেজের স্বতন্ত্রতা রক্ষা করে একটি প্রস্তাব দেওয়া।’
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের তৃতীয় দিনের মতো অবস্থান, ‘মার্চ টু সচিবালয়’ আজ
অর্ডিন্যান্স যখন প্রকাশ হলো, তাতে স্বতন্ত্রতা রক্ষার কোনো উদ্যোগ ছিল না অভিযোগ করে তিনি বলেন, ‘এর ফলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও দরিদ্র শিক্ষার্থীদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এই অর্ডিন্যান্স প্রত্যাখ্যান করেছি। কিছু কিছু ছাত্র মনে করেছে যে, আমরা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। কিন্তু আমরা চাই বিশ্ববিদ্যালয় হোক। তবে সেটা নতুন কোনো ক্যাম্পাসে হোক।’
বাংলা বিভাগের অধ্যাপক শাহানাজ পারভিন বলেন, ‘গতকাল অন্যায়ভাবে শিক্ষার্থীরা আমাদের শিক্ষকদের ওপর হাত তুলেছিল, যা অত্যন্ত গর্হিত কাজ বলে মনে করি। এছাড়া আমরা নানাভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। বিশেষ করে আমরা যারা মহিলা শিক্ষক আছি, তাদেরকে নানাভাবে বুলিং করা হচ্ছে। যারা করছে তারা আমাদের অত্যন্ত স্নেহভাজন শিক্ষার্থী। এসব বিষয়ের পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের এ অবস্থান কর্মসূচি।’
আগামীকাল সমিতির সভায় নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানান আন্দোলনকারীরা।