দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্য

০৯ অক্টোবর ২০২৫, ১০:৫১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় © সংগৃহীত

‘বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করে,’ বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের অধিকাংশই অনগ্রসর গোষ্ঠীর। তাই তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের বিপুল সম্ভাবনা রয়েছে।’

বুধবার (৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে ইউনিসেফের জেনারেশন আনলিমিটেড-জেনইউ প্রোগ্রামের সঙ্গে যৌথ উদ্যোগে ‘স্ট্রাটেজিক পার্টনারশিপ টু স্ট্রেংদেন লার্নিং টু আর্নিং’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেশন আনলিমিটেড-ওয়াইপিএ সেক্রেটারিয়েটের প্রিন্সিপাল অ্যাডভাইজার উর্মিলা সরকার।

সভায় উপাচার্য আরও বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মসংস্থানের বাজারে টিকে থাকা এবং উদ্যোক্তা হওয়ার উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে। এজন্য পুরনো শিক্ষাক্রম সংস্কারের পাশাপাশি স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে সরকারের এটুআই প্রোগ্রাম ও ইউনিসেফের সঙ্গে যৌথভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে উর্মিলা সরকার বলেন, ‘বাংলাদেশের তরুণদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ইউনিসেফ ও জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। জাতীয় বিশ্ববিদ্যালয় এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।’

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ইউনিসেফের প্রোগ্রাম স্পেশালিস্ট ম্যামি কিউয়ো ও ফাহমিদা শবনম, এডুকেশন ম্যানেজার ইকবাল হোসেন, এডুকেশন অফিসার মোস্তফা কামাল এবং এটুআই প্রকল্পের পলিসি এনালিস্ট ও ক্লাস্টার হেড মো. আফজাল হোসেন সারওয়ার। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভিন্ন বিভাগের পরিচালকগণ উপস্থিত ছিলেন।

 

 

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু জীবিত আছে, নেওয়া হচ্ছে চট্টগ…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ফিল্ড ফ্যাসিলিটেটর, আবেদন শেষ ২১ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9