শিক্ষার্থীপ্রতি ব্যয়

মেরিটাইমে সবোর্চ্চ সোয়া ৫ লাখ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বনিম্ন ৭৯৫, ঢাবি-বুয়েটসহ অন্য বিশ্ববিদ্যালয়ে কত?

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ PM
পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি ব্যয়

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি ব্যয় © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পেছনে বার্ষিক সর্বোচ্চ ব্যয় হয়েছে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আর শিক্ষার্থীদের পেছনে সর্বনিম্ন ব্যয় হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২৩ সালের ৫০তম এই প্রতিবেদনটি গত মার্চ মাসে প্রকাশিত (প্রকাশকাল) হলেও সম্প্রতি প্রিন্ট কপি বের করেছে সংস্থাটি।

এর আগে ২০২২ সালে শিক্ষার্থীদের পেছনে সবচেয়ে বেশি টাকা ব্যয় হয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তাদের শিক্ষার্থীপ্রতি ব্যয় ছিল ৪ লাখ ৬৬ হাজার টাকা। অন্যদিকে শিক্ষার্থীপ্রতি ব্যয়ে সবচেয়ে পিছিয়ে ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। তাদের শিক্ষার্থীপ্রতি মাথাপিছু ব্যয় হয়েছিল মাত্র ৭০২ টাকা।

তবে এক বছরের ব্যবধানে শিক্ষার্থীপ্রতি ব্যয় ৫ লাখ ২৩ হাজার ৫৩৬ টাকা ব্যয় করে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় ৪ লাখ ৬৫ হাজার টাকা ব্যয় করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার।

ইউজিসি বলছে, শিক্ষার্থীপ্রতি ব্যয় নির্ধারণে বেতন বাবদ সহায়তা, ভাতাদি বাবদ সহায়তা, পণ্য ও সেবা বাবদ সহায়তা, পেনশন ও অবসর সুবিধা, গবেষণা অনুদান, অন্যান্য অনুদান যোগ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করে শিক্ষার্থীপ্রতি ব্যয় নির্ধারণ করা হয়েছে।

এবারও শিক্ষার্থীপ্রতি ব্যয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এবার জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীপ্রতি ব্যয় করেছে ৭৯৫ টাকা ৫৫ পয়সা। কমিশন বলছেন, তাদের কাছ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো পরিচালন বাজেট বরাদ্দ দেওয়া হয় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও অঙ্গীভূত ২২৫৭টি কলেজের ৩৩ লাখ ৫৬ হাজার ৮৮ জন শিক্ষার্থীর মাথাপিছু ব্যয় তাদের নিজস্ব আয় হতে নির্বাহ হয়, যা এই বছর শিক্ষার্থীপ্রতি ৭৮৯ টাকা। 

আর শিক্ষার্থীপ্রতি ব্যয়ে সর্বনিম্ন অবস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরে রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি ব্যয় করেছে বিশ্ববিদ্যালয় ৩ হাজার ৮৬২ টাকা ৪২ পয়সা।

প্রতিবেদনে ইউজিসি বলছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৮০টি উপআঞ্চলিক কেন্দ্র ও ১৫৫০টি স্টাডি সেন্টার আছে এবং একাডেমিক প্রোগ্রাম ৯৬টির মধ্যে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ৭৭টি এবং অনানুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম ১৯টি সমগ্র দেশে পরিচালিত হচ্ছে, যার অধীনে এসএসসি ৬৩ হাজার ৫৯৮ জন ও এইচএসসি প্রোগ্রামের ৯৪ হাজার ৬৮২ জন শিক্ষার্থীসহ মোট ৫ লাখ ৫১ হাজার ৮২১ জন শিক্ষার্থীর ভিত্তিতে আলোচ্য বছরে শিক্ষার্থীপ্রতি বার্ষিক ব্যয় ৩ হাজার ৮৬২ টাকা ৪২ পয়সা।

ইউজিসি বলছে, বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীপ্রতি ব্যয় জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম, ফলে এই দুইটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান হ্রাস পাচ্ছে। অথচ উচ্চশিক্ষা পর্যায়ে জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। অতএব, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি ব্যয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় ২ লাখ ৫২ হাজার ২৪১ টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ১২ হাজার ৩৪৩ টাকা, বুয়েটে ২ লাখ ৮৪ হাজার ১৩১ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৪২ হাজার ৬৩৯ টাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৬ হাজার টাকা, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ১৬ হাজার ১৮৪ টাকা, শাবিপ্রবিতে ১ লাখ ৬০ হাজার টাকা, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৮ হাজার, হাবিপ্রবিতে এক লাখা ১৭ হাজার ৯৩১ টাকা, মাভাবিপ্রবিতে এক লাখ ৭৪ হাজার ২৯৮ টাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে ২ লাখ ৩ হাজার ৩৭০ টাকা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ২২ হাজার, চুয়েটে ১ লাখ ৮০ হাজার টাকা, রুয়েটে ১ লাখ ১৪ হাজার, কুয়েটে ১ লাখ ১৮ হাজার ২০০ টাকা, ডুয়েটে ২ লাখ টাকা, নোবিপ্রবিতে ১ লাখ ১৩ হাজার ৫২৩ টাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭৮ হাজার ৬২১ টাকা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৮৫ হাজার ২৫৩ টাকা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৭৩ হাজার ৭৯৪ টাকা, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের ৩ লাখ ১৩ হাজার ৫৩২ টাকা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৫৬ হাজার ৩৪৪ টাকা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ২৩ হাজার ৫৭ টাকা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিতে ৮৪ হাজার টাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৯২ হাজার ৫৮৪ টাকা,  বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ ১ লাখ ১২ হাজার ৫২৭ টাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬৭ হাজার ৪৬৮ টাকা, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ১ লাখ ১৯ হাজার, বরিশাল বিশ্ববিদ্যালয় ৪৭ হাজার ৩৪০ টাকা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৫ হাজার টাকা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১ লাখ ১০ হাজার ৯৮৯, ডিজিটাল ইউনিভার্সিটি ১ লাখ ৭৮ হাজার,  শেখ হাসিনা ১ লাখ ৩৮ হাজার, খুলনা কৃষি ২ লাখ ৮৫ হাজার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি ১ লাখ ৫২ হাজার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১ লাখ ৪৩ হাজার, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ২ লাখ ১৪ হাজার ১৮৮ টাকা এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ১ লাখ ৫৮ হাজার টাকা শিক্ষার্থীদের মাথাপিছু ব্যয় করেছে।

প্রতিবেদনের তথ্য মতে, দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৩টি। এর মধ্যে শিক্ষা কার্যক্রম চালু ৫০টি বিশ্ববিদ্যালয়ে। তাছাড়া ৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার আদর্শই আমার পথচলার পাথেয়: স্বতন্ত্রপ্রার্থী সা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9