জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

ক্যাম্পাসের অভ্যন্তরে সভা, সমাবেশ ও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাশাসন। মঙ্গলবার রেজিষ্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোন জেলা, উপজেলা বা অঞ্চলভিত্তিক কোন সংগঠন বা সমিতির সভা সমাবেশ ও জমায়েত ক্যাম্পাসের অভ্যন্তরে নিষিদ্ধ করা হলো।

জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তার ও প্রেমঘটিত ঘটনার জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে কমিটি বিলুপ্ত ও ক্যাম্পাসে ছাত্রলীগের সকল ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

কমিটি বিলুপ্তের পর থেকে বিভিন্ন জেলা, উপজেলা ও আঞ্চলিক ছাত্রকল্যাণ সংগঠনের নাম দিয়ে ক্যাম্পাসে শোডাউন দিতে থাকে ছাত্রলীগের পদ প্রত্যাশীরা। এতে করে বেশ কিছুদিন ধরে ছাত্রলীগের পদপ্রত্যাশীদের মাঝে আবারও বড় ধরনের সংঘর্ষের আশংকা দেখা দেয়।


সর্বশেষ সংবাদ