সম্পূরক বৃত্তি ও জকসু নীতিমালা অনুমোদনের দাবিতে অবস্থান কর্মসূচি জবি শিক্ষার্থীদের

১৯ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৬:১৭ PM
অবস্থান কর্মসূচি

অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

সম্পূরক বৃত্তি চালু এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নীতিমালা অনুমোদনসহ সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। এতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে ন্যায্য দাবি আদায়ের স্লোগান দেন এবং সংহতি প্রকাশ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এ আন্দোলন নতুন করে দানা বেঁধেছে। তারা জানান, গত মে মাসে আয়োজিত লং মার্চ টু যমুনা কর্মসূচিতে সম্পূরক বৃত্তি চালুর আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো বাস্তবায়ন হয়নি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব খান বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক স্বার্থে আন্দোলন করছি না। সম্পূরক বৃত্তি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, যা আর্থিক চাপ কমাবে। একইভাবে জকসু নির্বাচন আমাদের গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করবে। তাই আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিক।’

বাংলা বিভাগের শিক্ষার্থী শফিক খান হাসিব বলেন, ‘আমাদের সিনিয়র ভাই-বোনেরা যমুনা অভিমুখে লং মার্চ করেছিলেন, তখন প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শিক্ষার্থীরা পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছে। সম্পূরক বৃত্তি চালু হলে কিছুটা স্বস্তি মিলবে, আর জকসু থাকলে শিক্ষার্থীদের সমস্যার সমাধানে শক্তিশালী প্ল্যাটফর্ম পাওয়া যাবে।’

অবস্থান কর্মসূচির অন্যতম নেতৃত্বদানকারী জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রশাসন যেন ঘুমিয়ে আছে। লং মার্চ টু যমুনার পরও কেন দাবি বাস্তবায়ন হলো না? শিক্ষার্থীরা জানে না তারা কবে প্রাপ্য সম্পূরক বৃত্তি পাবে। আমরা চাই প্রশাসন স্পষ্টভাবে জানাক কবে থেকে বৃত্তি প্রদান শুরু হবে এবং দ্রুত জকসুর নীতিমালা অনুমোদন করুক। দাবি পূরণ না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

প্রসঙ্গত, শিক্ষার্থীরা কর্মসূচি চলাকালে বিভিন্ন স্লোগান দিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9