খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী রাকিব বাঁচতে চায় 

খুবি শিক্ষার্থী রাকিব হাসান ক্যান্সারে আক্রান্ত
খুবি শিক্ষার্থী রাকিব হাসান ক্যান্সারে আক্রান্ত  © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান। এক সময় যিনি ক্যাম্পাসের নানা কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন, আজ কঠিন রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অস্থিমজ্জা বিকল (Bone Marrow Damage) হয়ে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। এই অবস্থায় বাঁচতে হলে অস্থিমজ্জা প্রতিস্থাপন একান্ত প্রয়োজন আর এ জন্য প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন।

ঝিনাইদহের বাসিন্দা রাকিবের বাবা বার্ধক্যজনিত কারণে কর্মক্ষম নন। বড় ভাই একাই পরিবারের আয়ের দায়িত্ব বহন করছেন। ইতিমধ্যেই নিজেদের জমিজমা বিক্রি করে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে গেছে। চিকিৎসার ব্যয়বহুল খরচ জোগাড় করতে পারলেই রাকিবের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাই তাঁর পরিবার ও সহপাঠীরা সবার কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে

রাকিব হাসান বলেন, `জানতে পেরেছি আমার অস্থিমজ্জা পুরোপুরি বিকল হয়ে গেছে। অস্থিমজ্জা প্রতিস্থাপন না হলে আমি বাঁচতে পারবো না। একজন ক্যান্সার রোগীর MRD থাকা উচিত সর্বোচ্চ ০.১ শতাংশ অথচ আমার রিপোর্টে এসেছে ৭.৭৯ শতাংশ—প্রায় ৭০০ গুণ বেশি। এই অবস্থায় চিকিৎসার জন্য প্রায় ৩০-৩৫ লাখ টাকা প্রয়োজন। এত বড় অঙ্কের টাকা কীভাবে ম্যানেজ করবো কিছুই বুঝতে পারছি না। আপনাদের কাছে আগে শুধু দোয়া চেয়েছিলাম, এখন দোয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতাও প্রয়োজন।'

রাকিবের সহপাঠী তৌসিফ অনিক বলেন, `আমাদের বন্ধু রাকিব খুবই বিনয়ী এবং সবার বিপদে পাশে দাঁড়াতো। আজ সে নিজেই চরম সংকটে। ওর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। কিন্তু আমরা সবাই যদি যার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই, তাহলে হয়তো রাকিব আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারবে। সবার কাছে অনুরোধ, আপনারা যে যেভাবে পারেন ওর পাশে দাঁড়ান।'

রাকিবের জন্য সাহায্য পাঠাতে…
Bkash: 01729408713 – Md. AtaullahRocket: 016251534415 – Tawsif AnikNagad: 01766225186 – Sujan Das
Bank:Account Holder: 18 Batch, Law Discipline, Khulna University Account No. 0200024005564
Branch: Agrani Bank, Khulna University BranchRouting No. 010471690


সর্বশেষ সংবাদ