জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে; পাশের হার ৬৯ দশমিক ২৫ শতাংশ। এদিন সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই রেজাল্ট প্রকাশিত হবে।

আজ বুধবার (৪ জুন) বিকেলে পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে উপাচার্য নিয়োগ হবে: শিক্ষা উপদেষ্টা

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় ১৮০টি কলেজের ১ লাখ ৯৫ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৩৫ হাজার ৪৪৭ জন। যার পাশের হার ৬৯ দশমিক ২৫ শতাংশ।

আরও বলা হয়, প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গিত বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। পরীক্ষার ফলাফল http://recentresult.nu.ac.bd অথবা http://result.nu.ac.bd/ ওয়েব সাইট থেকে জানা যাবে।


সর্বশেষ সংবাদ