ক্লাসে উপস্থিতি নিশ্চিতে কঠোর ব্যবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব কলেজে শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। এখন থেকে ক্লাসে অনুপস্থিত থাকলে ইনকোর্স পরীক্ষায় নম্বর কাটা যাবে। এই নিয়ম স্নাতক (পাস ও সম্মান), প্রিলিমিনারি টু মাস্টার্স এবং মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটসমূহে ইনকোর্স পরীক্ষা ও ক্লাস উপস্থিতি মূল্যায়নে নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে। এই নির্দেশনা প্রযোজ্য হবে ২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স ও প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ২০২৪ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের জন্য।

নতুন নির্দেশনা অনুযায়ী, ইনকোর্স নম্বর নির্ধারিত হবে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির ভিত্তিতে। যেমন- চার ক্রেডিটের তত্ত্বীয় কোর্সে সর্বোচ্চ ৫ নম্বরের মধ্যে ৮০ শতাংশ বা তার বেশি উপস্থিতি থাকলে মিলবে পূর্ণ ৫ নম্বর, ৭০-৮০ শতাংশের মধ্যে উপস্থিতি থাকলে মিলবে ৪ নম্বর আর ৬০-৭০ শতাংশের মধ্যে থাকলে মিলবে ৩ নম্বর। আর ৩ ও ২ ক্রেডিটের কোর্সের ক্ষেত্রেও অনুরূপ অনুপাতে নম্বর নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে কোনো শিক্ষার্থী ৬০ শতাংশের কম ক্লাসে উপস্থিত থাকলে তাকে পরীক্ষার অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

এছাড়া নতুন নীতিমালা অনুযায়ী প্রত্যেক শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট কোর্স শিক্ষকদের মাধ্যমে ইনকোর্স পরীক্ষা নিতে হবে মোট দুইবার। উভয় পরীক্ষার গড় নম্বর হিসাব করে সর্বোচ্চ নম্বরের ১৫ শতাংশের মধ্যে মূল্যায়ন করতে হবে। উদাহরণস্বরূপ, ৪ ক্রেডিট কোর্সে সর্বোচ্চ ইনকোর্স নম্বর ধরা হয়েছে ১৫, যার পাস নম্বর ৬।

একই সাথে এই নম্বর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে নির্দিষ্ট সময়ের মধ্যে এন্ট্রি করতে হবে। পাশাপাশি, মূল্যায়িত উত্তরপত্র এবং হাজিরা শিট সিলগালা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনিটরিং সেলে পাঠাতে হবে। এসব পদক্ষেপের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence