আন্দোলনে বছরজুড়ে আলোচনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

০২ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ PM
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © সংগৃহীত ও সম্পাদিত

২০২৫ সালজুড়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ছিল নিরাপত্তা, একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থী আন্দোলন, ছাত্র রাজনীতি ও প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে আলোচনায়। বছরজুড়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সাংগঠনিক ব্যবস্থাপনা বারবার সামনে আসে।

শিক্ষার্থী মৃত্যু ও নিরাপত্তা ইস্যু
২০২৫ সালে ডিআইইউতে তিনজন শিক্ষার্থীর মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা ও রহস্যজনক মৃত্যুর ঘটনাগুলো ক্যাম্পাসে উদ্বেগ তৈরি করে। ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসানের মৃত্যুর ঘটনায় ছাত্র সংগঠনগুলো নিরাপত্তা জোরদারসহ চার দফা দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়। প্রতিটি ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়।

ফি ও একাডেমিক ইস্যুতে আন্দোলন
বছরজুড়ে একাধিক বিভাগে অতিরিক্ত রিটেক ফি, বিলম্ব ফি ও পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেন। ইইই বিভাগে চেয়ারম্যান পদত্যাগের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচিও পালন করা হয়। আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু ক্ষেত্রে বিলম্ব ফি মওকুফসহ একাডেমিক সিদ্ধান্তে পরিবর্তন আনে।

ছাত্র রাজনীতি ও বিক্ষোভ কর্মসূচি
২০২৫ সালে ডিআইইউ ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর তৎপরতা ছিল লক্ষণীয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হত্যার বিচার দাবিতে ডিআইইউ ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি নারী শিক্ষার্থীদের সাইবার হয়রানি এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও পালিত হয়।

মাদকবিরোধী অভিযান ও শৃঙ্খলা
শিক্ষাঙ্গনের শৃঙ্খলা রক্ষায় বছরজুড়ে আবাসিক হলে একাধিকবার মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে গাঁজাসহ নেশাজাতীয় দ্রব্য উদ্ধারের তথ্য জানায় প্রশাসন। পরীক্ষায় নকল ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়।

একাডেমিক কার্যক্রম ও আন্তর্জাতিক সম্মেলন
সংকট ও আন্দোলনের মধ্যেও একাডেমিক কার্যক্রম অব্যাহত ছিল। ২০২৫ সালে ডিআইইউতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বিগ ডাটা, আইওটি অ্যান্ড মেশিন লার্নিং (বিআইএম ২০২৫)’ অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের গবেষকরা অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গবেষণাভিত্তিক কার্যক্রম জোরদারে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

নীতিগত বক্তব্য ও সামাজিক উদ্যোগ
বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম শিক্ষা মানোন্নয়ন, গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ে বক্তব্য দেন। এ ছাড়া ডিআইইউসাস আয়োজিত ‘মিডিয়া সংস্কার: চ্যালেঞ্জ ও নীতি প্রস্তাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে কুরআন বিতরণ, মেডিকেল ক্যাম্প ও মানবিক সহায়তা কার্যক্রমও পরিচালিত হয়।

ভূমিকম্প আতঙ্ক ও একাডেমিক কার্যক্রম স্থগিত
নভেম্বর মাসে রাজধানীতে ধারাবাহিক ভূমিকম্প অনুভূত হওয়ার পর ডিআইইউর পুরাতন ক্যাম্পাস ও আবাসিক হলের কয়েকটি ভবনে ফাটল দেখা দেয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৭ নভেম্বর পর্যন্ত সশরীরে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে। একই সঙ্গে অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। ভবনগুলোর নিরাপত্তা যাচাইয়ে পরিদর্শনের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।

সব মিলিয়ে ২০২৫ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিরাপত্তা, একাডেমিক ব্যবস্থাপনা ও শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। একই সঙ্গে গবেষণা ও একাডেমিক কার্যক্রম চালু রাখার উদ্যোগও অব্যাহত ছিল।

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে গ্রেপ্তার ৭
  • ০৫ জানুয়ারি ২০২৬
নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৬
  • ০৫ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক
  • ০৫ জানুয়ারি ২০২৬
শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আজ সূর্যের আলো দেখা যাবে কিনা জানা…
  • ০৫ জানুয়ারি ২০২৬
চবির ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৫ …
  • ০৫ জানুয়ারি ২০২৬
দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
  • ০৫ জানুয়ারি ২০২৬