ডিআইইউতে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিবেট ডায়াস আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’

১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ PM
ডিআইইউ প্রেজেন্টস ডিবেট ডায়াস আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার প্রসপেক্টাস

ডিআইইউ প্রেজেন্টস ডিবেট ডায়াস আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার প্রসপেক্টাস © সংগৃহীত

‘কণ্ঠে তেজ, কথায় বিশ্বাস—জাগো তরুণ, বদলাও ইতিহাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিআইইউ প্রেজেন্টস ডিবেট ডায়াস আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’।

প্রতিযোগিতাটির আয়োজক হিসেবে থাকছে ডিবেট ডায়াস ও সহযোগিতায় রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিআইইউডিএস)। আয়োজকদের মতে, এই আয়োজন যুক্তি, চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার এক গৌরবময় মিলনমেলা।

আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য এই বিতর্ক প্রতিযোগিতা বাংলা এশিয়ান সংসদীয় ফরম্যাটে আয়োজন করা হবে। এতে দেশের স্বনামধন্য ২৪টি কলেজ অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় তিনটি ট্যাব রাউন্ড শেষে সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন দল। পুরো আয়োজনটি একদিনেই সম্পন্ন হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে প্রাইজ মানি ও সম্মাননা ট্রফি প্রদান করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক বিতার্কিকের জন্য থাকবে সার্টিফিকেট ও স্মরণীয় উপহার।

এ বিষয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিআইইউডিএস) কো-অর্ডিনেটর তামান্না ফেরদৌস বলেন,
‘এটি আমাদের জন্য শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি যুক্তি, বিবেক ও চিন্তার স্বাধীনতার একটি মিলনমেলা। এই মঞ্চে তরুণরা ভিন্নমতকে সম্মান করতে শিখবে, যুক্তির মাধ্যমে নিজের অবস্থান গড়ে তুলবে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজকে ভাবতে শিখবে।’

তিনি আরও বলেন, ‘ডিআইইউডিএসের বিতার্কিকরা বিশ্বাস করি, সুস্থ বিতর্কই নেতৃত্ব তৈরি করে এবং প্রশ্ন করার সাহসই পরিবর্তনের প্রথম ধাপ। আমরা আশা করি, এই প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের চিন্তার জগৎ আরও প্রসারিত করবে এবং ভবিষ্যৎ পথচলায় তাদের আত্মবিশ্বাস জোগাবে।’

আয়োজকদের প্রত্যাশা, এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, মতপ্রকাশের সাহস ও নেতৃত্বগুণ আরও বিকশিত হবে।

ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে…
  • ১০ জানুয়ারি ২০২৬
রাশিয়া-চীন যাতে নিতে না পারে, সে জন্য গ্রিনল্যান্ডের ‘মালি…
  • ১০ জানুয়ারি ২০২৬
ল্যাপটপ ব্যবহার করার সময় এ ভুলগুলো করবেন না
  • ১০ জানুয়ারি ২০২৬
তিন ক্যাম্পাসে শুরু হলো চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা
  • ১০ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে খুশি করতে বিক্ষোভকারীরা দেশে ভাঙচুর চালাচ্ছে: খাম…
  • ১০ জানুয়ারি ২০২৬
দেশ ও প্রজন্মের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জামায়…
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9