বিএআইইউএসটিতে হাল্ট প্রাইজ উদ্বোধন, অংশ নিচ্ছেন ৪৫ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ PM
কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএআইইউএসটি) আনুষ্ঠানিকভাবে হাল্ট প্রাইজ উদ্বোধন হয়েছে। শতাধিক আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে হাল্ট প্রাইজ বাইউস্ট ২০২৫/২৬-এ নির্বাচিত হয়েছেন ৪৫ জন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ বছর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আবেদন সংখ্যা ছিল উল্লেখযোগ্য। শতাধিক আবেদনকারীর মধ্য থেকে নেতৃত্বের সম্ভাবনা, সৃজনশীলতা এবং সামাজিক প্রভাব তৈরির প্রতিশ্রুতির ভিত্তিতে কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র ৪৫ জনকে নির্বাচিত করা হয়েছে। বিএআইইউএসটির এই হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস প্রোগ্রাম গ্লোবাল সোশ্যাল আন্ত্রেপ্রেনারশিপ যাত্রার সূচনা নির্দেশ করে।
নির্বাচিত অংশগ্রহণকারীরা এখন বিভিন্ন ওয়ার্কশপ, মেন্টরশিপ সেশন এবং প্রজেক্ট ডেভেলপমেন্ট কার্যক্রমে অংশ নেবেন, যা তাদের অন-ক্যাম্পাস প্রতিযোগিতার জন্য প্রস্তুত করবে। অন-ক্যাম্পাস প্রতিযোগিতার বিজয়ী দল হাল্ট প্রাইজের আঞ্চলিক সম্মেলনে বিএআইইউএসটির প্রতিনিধিত্ব করবে।
বিশ্বব্যাপী ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’ হিসেবে পরিচিত হাল্ট প্রাইজ প্রতি বছর বিশ্বের ১০ লাখেরও বেশি শিক্ষার্থীকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সমর্থিত উদ্ভাবনী সমাধান তৈরিতে উদ্বুদ্ধ করে। বিএআইইউএসটির কর্মকর্তারা শিক্ষার্থীদের উৎসাহ ও অংশগ্রহণে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে উদ্দেশ্যনির্ভর ও টেকসই পরিবর্তন আনতে সক্ষম ব্যবসায়িক ধারণা বিকাশে উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন।