ইইউবি শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা, আহত ৫
- ইইউবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৯:৪৩ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৮:২৭ AM
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (ইইউবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ জুলাই) ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এ হামলার শিক্ষার হন শিক্ষার্থীরা। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে।
আইন বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান রাঙ্গা, দারুসালাম থানা ছাত্রদলের ৭ নম্বর যুগ্ম আহবায়ক ইমরান হোসেন জয় এবং ১৪ নম্বর যুগ্ম আহবায়ক মেহেদী হাসানসহ বহিরাগত অন্তত ২০ জন এ হামলা চালায় বলে অভিযোগ শিক্ষার্থীদের।
প্রত্যক্ষদর্শীরা জানা, একদল ‘সন্ত্রাসী’ অবৈধভাবে ক্যাম্পাসে প্রবেশ করে বর্তমান বিওটি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল ও স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা বহিরাগতদের বাধা দিলে তাদের উপর আতর্কিত হামলা চালায় রাঙ্গা, ইমরান, মেহেদীসহ অন্যরা।
এতে গুরুতর আহত হন আইন বিভাগের শিক্ষার্থী আসিফ সরকার, তানজিম হোসেন অন্তর, সিএসই বিভাগের আব্দুল্লাহ আল আজমি, টিএইচএম বিভাগের মুশফিকুর রহমান, মোমিনুল হক তামিমসহ কয়েকজন। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: আহত-নিহতের প্রকৃত সংখ্যা বের করতে কমিটি গঠন করল মাইলস্টোন কলেজ
শিক্ষার্থীদের সহযোগিতায় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্য আসিফের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। তানজিম হোসেন অন্তরের হাত ভেঙে গেছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সিসি ক্যামেরার ফুটেজে আসিফ সরকারের মাথায় আঘাত করতে দেখা যায় ইমরানকে। হামলার অভিযোগের বিষয়ে মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছিলাম হঠাৎ করেই সবকিছু এলোমেলো হয়ে গেল।’
এ বিষয়ে ইউনিভার্সিটির রেজিস্ট্রার জুবায়ের এনামুল করিম বলেন, ‘ক্যাম্পাসে এমন হামলায় আমরা দুঃখ প্রকাশ করছি। সেই সঙ্গে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না। সবাইকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’