আবরার হত্যাকান্ড: ছাত্রলীগ থেকে ১১ জনকে স্থায়ী বহিষ্কার

  © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডে বাংলাদেশ ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটির তথ্যের ভিত্তিতে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠনটির ১১ জন নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে সংগঠনটির সভপতি আল-নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অনাকাঙ্খিত ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তি

বহিষ্কৃতরা হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের মেহেদী হাসান রাসেল (সাধারণ সম্পাদক), মুহতাসিম ফুয়াদ (যুগ্ম সাধারণ সম্পাদক) , মেহেদেী হাসান রবিন (সাংগঠনিক সম্পাদক), অনিক সরকার (তথ্য ও গবেষণা সম্পাদক), মেফতাহুল ইসলাম জিয়ন ( ক্রীড়া সম্পাদক), মনিরুজ্জামান মনির (সাহিত্য সম্পাদক) ইফতি মোশাররফ সকাল (উপ সমাজসেবা সম্পাদক), মুজতবা রাফিদ (উপ দপ্তর সম্পাদক), মুনতাসির আল জেমি (সদস্য) এহতেমামুল রাব্বি তানিম (সদস্য) মুজাহিদুর রহমান (সদস্য)।


সর্বশেষ সংবাদ